তাপীয় অর্থনীতি শাস্ত্র

তাপীয় অর্থনীতি শাস্ত্র (ইংরেজি Thermoeconomics) বা প্রাণপদার্থবৈজ্ঞানিক অর্থনীতি শাস্ত্র (Biophysical economics) বলতে একটি ভিন্নমতাবলম্বী অর্থনীতি শাস্ত্র (heterodox economics) ও সংশ্লিষ্ট চিন্তাগোষ্ঠীকে নির্দেশ করা হয়, যেখানে তাপগতিবিজ্ঞান তথা পরিসংখ্যানিক বলবিজ্ঞানের সূত্রগুলিকে অর্থনৈতিক তত্ত্বের উপর প্রয়োগ করা হয়।[১] তাপীয় অর্থনীতি শাস্ত্রকে অর্থনৈতিক মূল্যের পরিসংখ্যানিক পদার্থবিজ্ঞান হিসেবে গণ্য করা যেতে পারে।[২] এটি অর্থনৈতিক পদার্থবিজ্ঞান শাস্ত্রের একটি উপক্ষেত্র।

তাপীয় অর্থনীতি শাস্ত্রে মানব সমাজগুলি কী পন্থায় শক্তি এবং অন্যান্য জৈবিক ও ভৌত সম্পদ আহরণ ও ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদন, বিতরণ, ভোগ ও বিনিময় করে, এবং একই সাথে কী বিভিন্ন ধরনের বর্জ্য উৎপাদন করে ও পরিবেশের উপর প্রভাব ফেলে, সে বিষয়গুলি অধ্যয়ন করা হয়। তাপীয় বা প্রাণপদার্থবৈজ্ঞানিক অর্থনীতি শাস্ত্রে একাধারে সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথাগত অর্থনীতি শাস্ত্রের মৌলিক সীমাবদ্ধতা ও অবোধগম্য দিকগুলি উত্তরণের চেষ্টা করা হয়। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির কিছু প্রধান আবশ্যকীয়তা ও পরিকাঠামোগত শর্তাবলী অনুধাবন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট সীমাবদ্ধতা ও সীমানাগুলিও বুঝতে পারা যায়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sieniutycz, Stanislaw; Salamon, Peter (১৯৯০)। Finite-Time Thermodynamics and ThermoeconomicsTaylor & Francisআইএসবিএন 0-8448-1668-X 
  2. Chen, Jing (২০০৫)। The Physical Foundation of Economics - an Analytical Thermodynamic TheoryWorld Scientificআইএসবিএন 981-256-323-7 
  3. "What is biophysical economics?"BiophysEco (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৮ 

টেমপ্লেট:Schools of economic thought