তানজানিয়া অলিম্পিক কমিটি

তানজানিয়া অলিম্পিক কমিটি (সোয়াহিলি: Kamati ya Olimpiki Tanzania; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড টিএএন দ্বারা পরিচিত) হলো তানজানিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১১ বছর পর ১৯৬৮ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর তানজানিয়ার দারুস সালামে অবস্থিত।

তানজানিয়া অলিম্পিক কমিটি
দেশ/অঞ্চল তানজানিয়া
কোডTAN
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
স্বীকৃত১৯৬৮
মহাদেশীয়
সংস্থা
এএনওসিএ
সদর দপ্তরদারুস সালাম, তানজানিয়া
সভাপতিগুলাম আব্দুল্লাহ রশিদ
মহাসচিবফিলবার্ট বায়ি সানকা

বর্তমানে তানজানিয়া অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন গুলাম আব্দুল্লাহ রশিদ, যিনি ২০০২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ফিলবার্ট বায়ি সানকা[]

ইতিহাস

সম্পাদনা

১৯৫৭ সালে তানজানিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে তানজানিয়া অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ম্রিশো সারাকিকিয়া এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৬৮ হতে ১৯৭৭ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পর তানজানিয়া ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Olympedia – Tanzania [অলিম্পিডিয়া – তানজানিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Tanzania [তানজানিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা