তানজং কাতং দূর্গ সিঙ্গাপুরে সাবেক ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কর্তৃক প্রতিষ্ঠিত অন্যতম প্রাচীন একটি দূর্গ, যা ১৮৭৯ থেকে ১৯০১ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। এটি বর্তমান কাতং পার্কে অবস্থিত ছিল। দ্বীপের পূর্বাংশে অবস্থিত[] দূর্গটি ছিল সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় উপকুল বরাবর বেশ কয়েকটি প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি অংশ। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সিঙ্গাপুর বন্দর ও সিঙ্গাপুর শহরের পূর্বাঞ্চলকে যেকোন সামুদ্রিক আক্রমণ থেকে রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে দূর্গটিক এর ত্রুটিযুক্ত গঠন দুরবর্তী অবস্থানের জন্য পরিত্যক্ত করা হয়েছিল এবং ২০০১ সালে পুনরায় আবিষ্কারের পূর্ব পর্যন্ত এটি মাটি চাপা ছিল।

ইতিহাস

সম্পাদনা
 
১৮৮০ খ্রিস্টাব্দে তোলা তানজং কাতং দূর্গের একটি আলোকচিত্র

ঔপনিবেশিক প্রকৌশলী ও স্ট্যাম্পফোর্ড রোডে সিঙ্গাপুর ইতিহাস জাদুঘরের স্থপতি হেনরি এডওয়ার্ড ম্যাককালাম ১৮৭৯ খ্রিস্টাব্দে তানজং কাতং দূর্গের নকশা তৈরী ও নির্মাণকাজ সম্পন্ন করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কেম্পানীর স্যার স্টামফোর্ড র্যাফেল কর্তৃক ১৮১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত উপনিবেশ নেদারল্যান্ডস ও রাশিয়ার মত ইউরোপীয় শক্তিগুলো আক্রমণ করতে পারে[], ব্রিটিশদের এই দুঃশ্চিন্তার প্রতিফলন ঘটেছে এই দূর্গটি নির্মাণে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "History of Fort Tanjong Katong"। The Straits Times। ৯ এপ্রিল ২০০৬। পৃষ্ঠা News section।