তাজ ওয়েস্ট এন্ড বেঙ্গালুরু
তাজ ওয়েস্ট এন্ড হলো ভারতের বেঙ্গালুরু মহানগরীতে অবস্থিত মনোমুগ্ধকর একটি হোটেল৷ এটি বেঙ্গালুরুর এক ঐতিহ্যবাহী হোটেল। তাজ ওয়েস্ট এন্ড, তাজ হোটেল গোষ্ঠীর অংশী এবং এটি ব্যবসায় হোটেল বিভাগের অধীনে শ্রেণিবদ্ধ। ১৩৩ বছর পুরনো এই হোটেলটিকে বেঙ্গালুরুর প্রাচীনতম হোটেল বলে মনে করা হয়। [১]
তাজ ওয়েস্ট এন্ড | |
---|---|
হোটেল চেইন | তাজ হোটেলস্ |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থান | বেঙ্গালুরু |
ঠিকানা | ৪১/৩, মহাত্মা গান্ধী রোড, বেঙ্গালুরু, কর্ণাটক |
স্থানাঙ্ক | ১২°৫৯′ উত্তর ৭৭°৩৫′ পূর্ব / ১২.৯৮° উত্তর ৭৭.৫৮° পূর্ব |
কার্যারম্ভ | ১৮৮৭ |
ব্যবস্থাপক | তাজ হোটেলস্ |
অন্যান্য তথ্য | |
কক্ষসংখ্যা | ১১৭টি |
ইতিহাস
সম্পাদনাতাজ ওয়েস্ট এন্ড ১৮৮৭ সনে ব্রন্সন নামের এক ইংরেজ ভদ্রমহিলা ১০টি শয্যা নিয়ে একটি ছোট্ট বোর্ডিং আবাস চালু করেন এবং এটিই হয়ে দাঁড়ায় বেঙ্গালুরু শহরের সর্বপ্রথম হোটেল। হোটেলের জনপ্রিয়তা বাড়তে থাকলে, এটি আরো বড়োকরে রূপান্তরিত হয়। ১৯১২ সালে প্রতিষ্ঠানটির মালিকানা বদলে যায় এবং সেইসময় অনুসারে একটি মোটা অঙ্কের টাকা (৪০০০ টাকা) এর বিনিময় স্পেনসার্স এটিকে কিনে ফেলে। বহুদশক পর ১৯৮৪ সালে হোটেলটি আবার হাত বদলায় এবং এবারে বর্তমান মালিক অর্থাৎ তাজ গোষ্ঠী হোটেলটিকে কেনে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "125 years old, still retains grandeur of the past"। Deccan Herald। Bengaluru। ১১ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ৩ ডিসে ২০১১।
- ↑ "A walk that takes you through 125 years of history"। The Hindu। Bengaluru। ৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ অক্টো ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |