তর্জন বিরোধী দিবস (বা, গোলাপি শার্ট দিবস) হলো একটি বার্ষিক অনুষ্ঠান, যা কানাডা-সহ বিশ্বের অন্যান্য অংশে পালিত হয়, যেখানে অংশগ্রহকারীরা তর্জনের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিক হিসাবে গোলাপী রঙের শার্ট বা টি-শার্ট পরিধান করে। এই উদ্যোগটি কানাডাতে প্রথম শুরু হয়েছিল, যেখানে এটি প্রতি বছর ফেব্রুয়ারির শেষ বুধবার পালিত হয়।[১] নিউজিল্যান্ডে মে মাসে তর্জন বিরোধী দিবস পালন করা হয়।[১]

তর্জন বিরোধী দিবস
২০১৬ সালে অসওয়া সেন্টারে প্রদর্শিত একটি তর্জন বিরোধী টি-শার্ট
আনুষ্ঠানিক নামগোলাপি শার্ট দিবস
তারিখপরিবর্তিত হয়
সংঘটনবার্ষিক
প্রথম বার২০০৭; ১৭ বছর আগে (2007)
শুরু হয়েছেডেভিড শেফার্ড এবং ট্র্যাভিস প্রাইস

ইতিহাস সম্পাদনা

মূল আয়োজনটি প্রথম সংগঠিত হয়েছিল নোভা স্কটিয়ার বারউইকের দ্বাদশ শ্রেণীর ছাত্র ডেভিড শেফার্ড এবং ট্র্যাভিস প্রাইস কর্তৃক ২০০৭ সালে, যখন তারা নোভা স্কটিয়ার কেমব্রিজের সেন্ট্রাল কিংস রুরাল হাই স্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী চাক ম্যাকনেইলকে স্কুলের প্রথম দিন গোলাপী পোলো শার্ট পরে আসার কারণে তর্জনের শিকার হওয়ার প্রতিবাদে ৫০টি গোলাপি টি-শার্ট কিনে বিতরণ করেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About | Pink Shirt Day"pinkshirtday.org.nz। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  2. "Bullied student tickled pink by schoolmates' T-shirt campaign"CBC News। সেপ্টেম্বর ১৯, ২০০৭। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  3. "What is Pink Shirt Day?"CBC Kids team। ফেব্রুয়ারি ২৪, ২০২১। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা