তথ্যগুপ্তিবিদ্যা
তথ্যগুপ্তিবিদ্যা (ইংরেজি: Cryptography ক্রিপ্টোগ্রাফি) বা গুপ্তলিখনবিদ্যা কম্পিউটার বিজ্ঞানের নিরাপত্তা এলাকার একটি শাখা, যাতে তথ্য গোপন করার বিভিন্ন উপায় সম্পর্কে গবেষণা করা হয়। বর্তমান সময়ে তথ্যগুপ্তিবিদ্যা (ক্রিপ্টোগ্রাফি) বলতে বোঝায় - একটি বিশেষ ধরনের যোগাযোগের পদ্ধতি যাতে করে গ্রাহক এবং প্রেরক, উভয়ের তথ্য ৩য় কোন পক্ষ থেকে গোপন থাকে।
গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং তড়িৎ প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যগুপ্তিবিদ্যার উপস্থিতি লক্ষনীয়। এটিএম কার্ড, কম্পিউটার পাসওয়ার্ড, বৈদ্যুতিন বাণিজ্য বা ই-কমার্স- এর ক্ষেত্রে তথ্যগুপ্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে।
তথ্যগুপ্তিবিদ্যার বা গুপ্তলিখনবিদ্যার ইংরেজি পরিভাষা ক্রিপ্টোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক κρυπτός (উচ্চারণ ক্রিপ্তোস্) যার অর্থ "গোপন," এবং γράφω (উচ্চারণ গ্রাফি) যার অর্থ "লিখন" হতে।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Liddell, Henry George; Scott, Robert; Jones, Henry Stuart; McKenzie, Roderick (১৯৮৪)। A Greek-English Lexicon। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।