ঢাকা (মূলত থাকা বলা হয়) হল পূর্ব নেপালের আদিবাসী লিম্বুদের হাতে তৈরি ঐতিহ্যবাহী কাপড়। এটি এক ধরনের প্যাটার্ন যা মূলত হাতে তৈরি, যা সমস্ত সংস্কৃতি এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করছে। নেপালের তেরহাথুম জেলা তাপলেজুং জেলায় এর উৎপত্তি। [১] [২] ঢাকা তৈরির শিল্প এক প্রজন্ম অন্য প্রজন্মকে শেখায়। ঢাকা কাপড় লিম্বু সাংস্কৃতিক পোশাকের প্রতিনিধিত্ব করে। লিম্বু পুরুষ ঢাকা টপি (টুপি) এবং স্কার্ফ পরিহিত এবং একজন লিম্বু মহিলা ঢাকা মেখলি, শাল এবং শাড়ি পরেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"medep.org.np। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  2. "Asia InCH – Encyclopedia of Intangible Cultural Heritage – Open educational resource on the intangible cultural heritage of the traditional arts, crafts and textiles and their practitioners and transmitters in South Asia"। Craftrevival.org। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৫