ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৮টি জোনাল অফিস, ২টি সাব-জোনাল অফিস, ২টি এরিয়া অফিস এবং ১২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারী, ২০১৪ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১ জানুয়ারী, ২০১৪ সালে।[১]
ঢাকা পবিস-৩ | |
![]() | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ১ জানুয়ারি ২০১৪ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | সাভার, ঢাকা |
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৩°৫৫′৩০″ উত্তর ৯০°১৫′৫৩″ পূর্ব / ২৩.৯২৫০৯৮° উত্তর ৯০.২৬৪৭৮২° পূর্ব |
যে অঞ্চলে | ঢাকা জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | http://pbs3.dhaka.gov.bd/ |
ইতিহাস
সম্পাদনাঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা, ২৭টি ইউনিয়ন ও ৫৮৯টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর ঢাকার সাভারে অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- আমিন বাজার জোনাল অফিস[২]
- ট্যানারী জোনাল অফিস
- ফুলবাড়ীয়া সাব জোনাল অফিস
- রাজাশন সাব জোনাল অফিস
- শিমুলতলা জোনাল অফিস
- নয়ারহাট জোনাল অফিস
- ধামরাই জোনাল অফিস
- কালামপুর জোনাল অফিস
- কুশুরা জোনাল অফিস
- সাব-জোনাল অফিসসমূহ
- ফুলবাড়ীয়া সাব জোনাল অফিস।
- রাজাশন সাব-জোনাল অফিস।
- এরিয়া অফিস
- বালিয়া এরিয়া অফিস।
- ভাকুর্তা এরিয়া অফিস।
গ্রাহক সংখ্যা
সম্পাদনাঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রায় ছয় লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন: ৪৮৮ বর্গকিলোমিটার
- সিষ্টেম লস: ৫.২২%
- উপকেন্দ্র: ২৫টি
- উপকেন্দ্রের ক্ষমতা: ৬২৫ এমভিএ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৩"। pbs3.dhaka.gov.bd। ২০২২-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "শ্রীপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"। pbs.sreepur.gazipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪।