১৯৩০শে ঢাকার দাঙ্গায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুঠ করে জ্বালিয়ে দেওয়া হয়।

ঘটনাপ্রবাহ সম্পাদনা

৯ই জুন রাতের বেলা, কয়েক হাজার মুসলমান স্থানীয় থানা ঘেরাও করে দাবি করে, হিন্দুরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যদিও পুলিশ ঐ দাবির কোন প্রমাণ পায়নি। কিন্তু পর দিন মানে ১০ই জুন, কয়েক হাজার ক্ষিপ্ত মুসলমান হিন্দু পাড়ায় আক্রমণ করে। তারা নবাবপুরের বিখ্যাত ব্যবসায়ী, শ্যামচন্দ্র বসাকের কাঠের গুদামের আগুন ধরিয়ে দেয়।[১]

কায়েতুলি আক্রমণ সম্পাদনা

 
অনিন্দ্যা নন্দী আক্রমণকারীদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন

কায়েতুলিতে প্রশান্ত নন্দীর বাড়িতে আক্রমণ হয়। সেসময় বাড়িতে তাঁর দুই কিশোর ছেলে ছিল। তাঁদের একজনের নাম ভবেশ নন্দী। ৩০০ জনের মতো একদল লোক অস্ত্রহাতে ওনার বাড়ি আক্রমণ করে। তাঁর আরও দুই কিশোরী মেয়ে ধর্ষিত হয়। তাঁদের একজনের নাম অমিয়াবালা নন্দী।[২]

ঢাকার আশপাশের হিন্দুগ্রামে লুঠপাট সম্পাদনা

বহু দূরের গ্রাম থেকে মুসলমানরা দেশি নৌকায় করে এসে গ্রামগুলো লুঠ করে। নিম্নবর্ণের হিন্দুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের বউছানারা প্রাণ বাঁচাতে স্থানীয় পাটক্ষেতে গিয়ে লুকিয়ে পড়ে।[৩] রোহিতপুর গ্রামের হিন্দু পাড়ায় ঐ গ্রামের ও আশপাশের গ্রামের মুসলমানরা লুঠপাট চালায়। এমনকি মুসলমান মহিলা, ১০-১২ বছরের কিশোররাও লুঠপাটে অংশগ্রহণ করে। শুধুমাত্র ঐ হিন্দুপাড়াতেই ২০০টা হিন্দুবাড়ি লুঠ করা হয়। জানলা-দরজা, টিনের চাল, টালি-ইট সহ সমস্ত বহনযোগ্য জিনিসই তারা লুঠ করেছিলো। স্টীলের বাসন, গোরু-বাছুর সব লুঠ করে।[৩]

পুলিশি তদন্ত সম্পাদনা

পুলিশি তদন্তে প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট স্বয়ং কয়েকশো সশস্ত্র গুন্ডাকে নিয়ে হিন্দুএলাকা গুলো লুঠ করেন। ঢাকা গভর্নমেন্ট উইমেন'স টিচার ট্রেনিং স্কুলের প্রধান প্রত্যুষা হালদার স্বচক্ষে পুলিশ কনস্টেবলেদের জেল থেকে ছাড়া পাওয়া গুন্ডাদের সাথে মিলে তাঁর ইস্কুলের আশপাশের দোকানপাট লুঠ করতে দেখেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঢাকায় উপদ্রব" [Disturbances in Dhaka]। প্রবাসী প্রত্রিকা (Bangla ভাষায়)। Kolkata। জুন–জুলাই ১৯৩০। 
  2. "ঢাকা" [Dhaka]। Masik Basumati (Bangla ভাষায়)। Kolkata। জুন–জুলাই ১৯৩০। পৃষ্ঠা 543–544। 
  3. "ঢাকায় ও নিকটস্থ গ্রামে উপদ্রব" [Disturbances in Dhaka and nearby villages]। Prabasi (Bangla ভাষায়)। Kolkata। জুলাই–আগস্ট ১৯৩০। 

আরো পড়ুন সম্পাদনা