ড্রুক ৎসেন্ধেন

ড্রুক ৎসেন্ধেন (জংখা: འབྲུག་ཙན་དན; উচ্চরণঃ Druk Tsendhen; অর্থঃ বজ্র ড্রাগনের রাজ্য) ভুটানের জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন "দাশো গ্যালদুন থিনলেয়" এবং সুর দিয়েছেন "আকু তোংমি"।[১] সঙ্গীতটিসঙ্গীত রচয়িতা আকু তোংমি ভারতে শিক্ষালাভ করেন এবং সাম্প্রতিক সামরিক ব্রাস ব্যান্ড নেতায় নিযুক্ত হন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহ্‌রুর ভুটান পরিদর্শনের সময় অনুষ্ঠানের জন্য একটি সঙ্গীত প্রয়োজন হলে ভুটানের রাজার অনুরোধে, তিনি এটি সুর করণ করে। এই অঞ্চলের সঙ্গীতকে স্থানীয় শৈলী স্মরণ করিয়ে দেয়। প্রকৃত সুরটি লোক গান "থ্রি ন্যাম্পা মেদ পা পেমাই থ্রি" ("অপরিবর্তনীয় পদ্ম সিংহাসন") উপর ভিত্তি করে করা হয়েছে।[২] প্রকৃত সঙ্গীতটি ১২ লাইনের ছিল, কিন্তু রাজার একজন সেক্রেটারি ১৯৬৪ সালে একে বর্তমান ছয় লাইন সংস্করণে সংক্ষিপ্ত করা হয়।[৩]

འབྲུག་ཙན་དན་
Druk tsendhen
বাংলা: বজ্র ড্রাগনের রাজ্য
Emblem of Bhutan.svg

 ভুটান-এর জাতীয় সঙ্গীত
কথাদাশো গ্যালদুন থিনলেয়
সুরআকু তোংমি
গ্রহণের তারিখ১৯৫৩

জাতীয় সঙ্গীতসম্পাদনা

গানের কথা জংখা ভাষায় উচ্চারণ ইংরেজি অনুবাদ
প্রথম স্তবক

འབྲུག་ཙན་དན་བཀོད་པའི་རྒྱལ་ཁབ་ནང་།།
དཔལ་ལུགས་གཉིས་བསྟན་སྲིད་སྐྱོང་བའི་མགོན་།།
འབྲུག་རྒྱལ་པོ་མངའ་བདག་རིན་པོ་ཆེ་།།
སྐུ་འགྱུར་མེད་བརྟན་ཅིང་ཆབ་སྲིད་འཕེལ་།།
ཆོས་སངས་རྒྱས་བསྟན་པ་དར་ཞིང་རྒྱས་།།
འབངས་བདེ་སྐྱིད་ཉི་མ་ཤར་བར་ཤོག་།།

ড্ৰুক ছেন্ধেন কএপেই গেলখাপ না
প্যেল লুগ নিগ ট্যেঞ্চি চংবেই গ্যেন
ড্ৰুক গ্যেল্প' মাডাক রিনপ'ছে'
কু জুর্মে'য় ট্যেণ্টছিং ছাপ প্যেল
ছে ছাংয়ে' ট্যেনপা ডার্ছিং গ্যেল
বাং ডেইক্যেড ন্যিমা ছা-বা ছ'।

In the Kingdom of Druk, where cypresses grow,
Refuge of the glorious monastic and civil traditions,
The King of Druk, precious sovereign.
His being is eternal, his reign prosperous,
The enlightenment teachings thrive and flourish,
May the people shine like the sun of peace and happiness!

বাংলা অনুবাদসম্পাদনা

বাংলা অর্থ[৪]

দেবদারু গাছে অলংকৃত ভুটান সাম্ৰাজ্য'তে
রক্ষক যারা শাসন করে আধ্যাত্মিক এবং ধর্মনিরপেক্ষ পরম্পরার রাজত্বতে,
তারা মূল্যবান সাৰ্বভৌম ভুটানের রাজা।
তাদের অস্তিত্ব বজায় থাকুক, এবং রাজ্যের উন্নতি করুক,
মানুষ শিক্ষায় সমৃদ্ধ হউক,
শান্তি ও সুখের সূৰ্য সবার ওপর উজ্জ্বল হয়ে উঠক।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Brozović, Dalibor (১৯৯৯)। Hrvatska Enciklopedija1। Miroslav Krleža। পৃষ্ঠা 569। আইএসবিএন 953-6036-29-0। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৯ 
  2. www.nationalanthems.info/bt.htm
  3. Penjore, Dorji; Kinga, Sonam (২০০২)। The Origin and Description of The National Flag and National Anthem of The Kingdom of Bhutan (পিডিএফ)Thimphu: The Centre for Bhutan Studies। পৃষ্ঠা 14। আইএসবিএন 99936-14-01-7। ২৩ জুলাই ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১৯ 
  4. "National Anthem"Bhutan PortalGovernment of Bhutan। ২০১২-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৯ 

বহিঃসংযোগসম্পাদনা