ড্যারেন জর্জ হেনরি (জন্ম ৪ আগস্ট ১৯৬৮) [১] একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি ২০১৯ সাল থেকে ব্রক্সটোয়ের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। হেনরি সংক্ষিপ্তভাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত একজন সহকারী সরকারি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Brunskill, Ian (১৯ মার্চ ২০২০)। The Times guide to the House of Commons 2019: the definitive record of Britain's historic 2019 General Election। পৃষ্ঠা 128। আইএসবিএন 978-0-00-839258-1ওসিএলসি 1129682574 
  2. "Ministerial Appointments: September 2022"GOV.UK (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১