ড্যারেন গফ

ইংরেজ ক্রিকেটার

ড্যারেন গফ (জন্ম সেপ্টেম্বর ১৮, ১৯৭০) ইংরেজ ক্রিকেটার এবং ইয়র্কসায়্যার ক্রিকেট ক্লাবের অধিনায়ক। তাকে বব উইলিস এর পরে ইংল্যান্ডের সবচেয়ে ভাল পেস বলার হিসেবে মনে করা হয়। তিনি ৫৮ টেস্ট ম্যাচে ২২৯ উইকেট নেন, তিনি ইংল্যান্ডের ৮তম সফল উইকেট গ্রহীতা।

Darren Gough portrait.jpg