ড্যানিয়েল কালুইয়া

ব্রিটিশ অভিনেতা

ড্যানিয়েল কালুইয়া (ইংরেজি: Daniel Kaluuya; জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৮৯)[১][২] হলেন একজন ইংরেজ অভিনেতা ও লেখক।[৩] তিনি ভীতিপ্রদ গেট আউট (২০১৭) চলচ্চিত্রে ক্রিস ওয়াশিংটন চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটাস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৮ সালে তিনি বাফটা উদীয়মান তারকা পুরস্কার লাভ করেন। তিনি ২০২০ সালে জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৪]

ড্যানিয়েল কালুইয়া
Daniel Kaluuya
২০১৭ সালে সান দিয়েগো কমিক কনে কালুইয়া
জন্ম (1989-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
মাতৃশিক্ষায়তনঅ্যানা শের থিয়েটার স্কুল
পেশাঅভিনেতা, লেখক
কর্মজীবন২০০৬-বর্তমান

কালুইয়া কৈশোরে মঞ্চে অভিনয় শুরু করেন এবং পরে ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিক স্কিনস-এর প্রথম দুই মৌসুমে অভিনয় করেন এবং যৌথভাবে এর কয়েকটি পর্ব রচনা করেন।[৫] তিনি ব্ল্যাক মিরর ধারাবাহিকের "ফিফটিন মিলিয়ন মেরিটস্‌" পর্বে বিংহাম "বিং" ম্যাডসেন চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পরবর্তী কালে তিনি বিবিসি'র ডার্ক কমেডিধর্মী ধারাবাহিক সাইকোভিল-এ মাইকেল "টিলিফ" ফ্রাই এবং বিবিসি থ্রিয়ের ভীতিপ্রদ নাট্যধর্মী ধারাবাহিক দ্য ফেডস-এ মাইকেল "ম্যাক" আর্মস্ট্রং চরিত্রে অভিনয় করেন। তিনি ২০১১ সালে জনি ইংলিশ রিবর্ন চলচ্চিত্রে এজেন্ট কলিন টাকার এবং ২০১৩ সালে কিক-অ্যাস টু চলচ্চিত্রে ব্ল্যাক ডেথ চরিত্রে এবং ২০১৫ সালে দ্যনি ভিলনোভের সিকারিও চলচ্চিত্র পার্শ্ব ভূমিকায় কাজ করেন। ২০১৮ সালে তিনি মার্ভেল স্টুডিওজের ব্লকবাস্টার চলচ্চিত্র ব্ল্যাক প্যান্থার-এ ওকাবি ও স্টিভ ম্যাকুইনের উইডোজ চলচ্চিত্রে অভিনয় করেন।[৬]

ফোর্বস সাময়িকী তাকে ২০১৮ সালে তাদের "৩০ অনূর্ধ্ব ৩০" তালিকায় অন্তর্ভুক্ত করে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. আফতাব, কলিম (১৮ নভেম্বর ২০১৭)। "Daniel Kaluuya on his life-changing 'Get Out' role, Steve McQueen's 'Widows' and 'Black Panther'"স্ক্রিন ডেইলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. রিটম্যান, অ্যালেক্স (২১ ফেব্রুয়ারি ২০১৮)। "'Get Out' Star Daniel Kaluuya Reveals the Advice Lupita Nyong'o Gave Him About Fame"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. বার, লিন্ডসি (১৬ ফেব্রুয়ারি ২০১৮)। "Oscar nominee Daniel Kaluuya is on a roll"দ্য ফিলাডেলফিয়া ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Golden Globe Awards 2021: Nomadland and Borat win top awards"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১ 
  5. "Teen writers show their 'Skins'"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. গ্রিলি, শাকিল (১৩ মার্চ ২০১৭)। "'Get Out' Star Daniel Kaluuya: "I Resent That I Have to Prove I'm Black""জিকিউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  7. "Daniel Kaluuya - 30 Under 30 - Europe - Entertainment 2018"ফোর্বস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা