ডেলওয়্যার রুট ৫৮ (ডিই ৫৮), ডেলওয়্যারের নিউ ক্যাসেল কান্টিতে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক যা চার্চমেন্স রোড নামেও পরিচিত। রাস্তাটি ডিই ৪ হতে যাত্রা শুরু করে যা ক্রিস্টিনার ক্রিস্টিনা হাসপাতালের পাশে অবস্থিত এবং দক্ষিণপূর্ব দিক হতে ডিই ২৭৩ যা হারেস কর্নারের কাছে অবস্থিত সেখানে গিয়ে শেষ হয়। রাস্তাটি উইমিলটংন এবং নিউয়ারকের মধ্যবর্তী গ্রামঞ্ছল দিয়ে অতিবাহিত হয় এবং চলার পথে ক্রিস্তিনায় ডিই-১ / ডিই-৭ ও ইন্টার ষ্টেট-৯৫ রাস্তাকে সেই সাথে উইমিলটংন বিমানবন্দরের কাছে ডিই-৩৭ রাস্তাকে ছেদ করে। চার্চমেন্স রোড ছিল মূলত একটি কান্টি রোড যা ১৯৩০-এর দশকে দিকে তৈরি করা হয়। এরপর ১৯৫০-এর দশকে দিকে তা দুইবার সংস্কার করা হয়। ১৯৮০-এর দশকে এই রাস্তাকেই ডিই-৫৮ নামকরণ করা হয়।

Delaware Route 58 marker

Delaware Route 58

Churchmans Road
পথের তথ্য
DelDOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৩.৮৬ মা[১] (৬.২১ কিমি)
প্রধান সংযোগস্থল
West প্রান্ত: DE ৪ in Christiana
প্রধান সংযোগস্থল DE ১ / DE ৭ in Christiana
I-৯৫ in Christiana
DE ৩৭ near New Castle
East প্রান্ত: DE ২৭৩ near Hares Corner
অবস্থান
কাউন্টিসমূহNew Castle
মহাসড়ক ব্যবস্থা
DE ৫৪ DE ৬২

রাস্তার বিবরণ সম্পাদনা

 
DE 58 eastbound past DE 37

ডিই ৫৮ এর শুরুটা হয় ক্রিস্তিনায় ডিই ৪ এর সাথে একটি ইন্টারসেকশনের মাধ্যমে। এরপর তা চার্চমেন রোড ধরে চারলেনের মহাসড়ক হিসেবে পূর্বদিকে অগ্রসর হয়। এই ইন্টারসেকশনটি পার হয়ে ডেলওয়্যার পার্ক রেস ট্র্যাক ও উইমিলটংন/নিউয়ারকের সেপটায় অবস্থিত চার্চমেন্স ক্রসিং স্টেশনকে প্রবেশপথ করে দিতে রাস্তাটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। ডিই ৪ হতে শুরু করে রাস্তাটি ক্রিস্টিনা হাসপাতালের উত্তরদিকে যাত্রা করে বাণিজ্যিক এলাকার মধ্য দিয়ে গিয়ে ডিই ১/ডিই ৭ এর ইন্টারচেঞ্জ পর্যন্ত আসে। ইন্টারচেঞের পূর্বদিকেই রয়েছে ডিই ৫৮ যার থেকে ডেলওয়্যার টেকনিকাল কমুউনিটি কলেজের স্টেশন ক্যাম্পাসের সীমানা শুরু হয়। রাস্তাটি আই-৯৫ এর উপর দিয়ে যায় যেখানে আই-৯৫ হতে দক্ষিণমুখী এবং ডিই ৫৮ হতে পশ্চিমমুখী একটি রেম্প রয়েছে। আই-৯৫ ও এর মধ্যে এটিই ডিই ৫৮ একমাত্র রেম্প।এছাড়া সকল প্রবেশপথ বানানো হয়েছে ডিই ১/ ডিই ৭ এর মধ্যে।[২][৩] আই-৯৫ পার করার পর ডিই ৫৮ একটি অবিভক্ত দুই লেনের রাস্তা এবং দক্ষিণপূর্ব দিকে চলে ক্রিস্টিনা নদী পার হয়ে তা আবাসিক এলাকার মধ্য দিয়ে অতিবাহিত হয়। রাস্তাটি দক্ষিণে বাণিজ্যিক এলাকা অতিক্রম করে দুইপাশে আরও প্রসারিত হয়ে চারলেনে পরিণত হয় এবং ডিই ৩৭কে ছেদ করে। ডিই ৩৭এর এই ইন্টারসেকসনটি পার করে ডিই ৫৮ দক্ষিণে দুই লেনের রাস্তা হিসেবে অগ্রসর হয় এবং উইমিলটংন বিমানবন্দরের দক্ষিণপশ্চিম সিমানাকে পাসকাটিয়ে যায়। রাস্তাটি নিম্ন বাণিজ্যিক এলাকা পার করে হারেস কর্নারেরকাছে অবস্থিত ডিই ২৭৩তে এসে শেষ হয়। [২][৩] ডিই ৫৮ এর রয়েছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। এই হিসাবে ডিই ১/ডিই ৭ রাস্তায় সর্বচ্চ ২৬,৫৭০  যানবাহন এবং ডিই ৩৭ ইন্টারসেকসনে সর্বনিম্ন ১০,২৫৭ যানবাহন চলাচল করে।[১] ডিই ৫৮ এর কোন অংশই ন্যাশনাল হাইওয়ে সিস্টেমের অংশ নয়।[৪]

ইতিহাস সম্পাদনা

বর্তমান ডিই ৫৮ ১৯২০ সালে ছিল একটি কান্টি রোড।[৫] পুরো রাস্তাটি তৈরি করা হয় ১৯৩৬ সালে।[৬] ১৯৫২ সালের দিকে উইমিলটংন বিমানবন্দরে চারিদিকে চার্চমেন্স রোডের বর্তমান রূপটি তৈরি হয় আদি রাস্তাটির কিছু অংশ বাদ দিয়ে।[৭] তার দুই বছর পর তৈরি হয় চার্চমেন্স রোডের দক্ষিণমুখী ডিই ৭।[৮] ডিই ৮৫ তার বর্তমান অবস্থায় আসে ১৯৮৫ সালে। [৯] ১৯৯৯ সালে ডিই ১/ ডিই ৭ এর ইন্টারসেকসনকে ইন্টারচেঞে রূপান্তর করা হয়।[১০]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

মাইল পোস্টগুলো পূর্ব হতে পশ্চিমে সম্পূর্ণ রুট হল নিউ ক্যাসেল কাউণ্টি-এ।

অবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
ক্রিস্টিনা৩.৮৬Error: mi is not a numberডিই-৪ স্টেশন রোডপশ্চিম প্রান্ত
৩.০৩Error: mi is not a numberডিই-1/ডিই-৪ থেকে আই-৯৫ স্টেশন,পাইক ক্রিক, ক্রিস্টিনাডিই ১/ডিই ৭ বাহির ১৬৬, প্রবেশ ডেলওয়্যার টেকনিকাল কমুউনিটি কলেজ
২.৫৩Error: mi is not a numberআই-৯৫রেম্প আই-৯৫ দক্ষিণ হতে ডিই ৫৮ পশ্চিম, আই-৯৫ বাহির ৪বি
১.১৪Error: mi is not a numberডিই-৩৭ (বিমানবন্দর সড়ক)
হারেস কর্নার০.০০Error: mi is not a numberডিই-২৭৩ ক্রিস্টিনা রোডইস্টান প্রান্ত
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Staff (২০১১)। "Traffic Count and Mileage Report: Interstate, Delaware, and US Routes" (PDF)Delaware Department of Transportation। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. টেমপ্লেট:Delaware road map
  3. গুগল (ফেব্রুয়ারি ৬, ২০১১)। "overview of Delaware Route 58" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৬, ২০১১ 
  4. National Highway System: Delaware (PDF) (মানচিত্র)। Federal Highway Administration। ২০১০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১২ 
  5. টেমপ্লেট:Delaware road map
  6. টেমপ্লেট:Delaware road map
  7. টেমপ্লেট:Delaware road map
  8. টেমপ্লেট:Delaware road map
  9. টেমপ্লেট:Delaware road map
  10. "I-95 Corridor Projects"। Delaware Department of Transportation। ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata