ডেল
ডেল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস-এর রাউন্ড রকে এর সদরদপ্তর অবস্থিত। ১৯৮৪ সালের ৪ নভেম্বর ডেল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। তিনি ডেল ইনকর্পোরেটেড-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ছোটবেলায় জমানো ১ হাজার ডলার মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন তিনি। ১৯৮৪-এ কম্পিউটার উৎপাদনের লাইসেন্স গ্রহণ করে তিনি। মাত্র ২৪ বছর বয়সে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন নিজের প্রতিষ্ঠানেই। এই প্রতিষ্ঠানটি পারসোন্যাল কম্পিউটার (ডেস্কটপ ও নোটবুক), সার্ভার কম্পিউটার, ডাটা স্টোরেজ ডিভাইস (ইকুয়ালজিক), নেটওয়ার্ক সুইচ প্রভৃতি প্রস্তুত করে থাকে। মাত্র দুই যুগে "ডেল" পৃথিবীর অন্যতম জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড-এ উন্নীত হয়েছে। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে বর্তমানে (২০১২) ১,০৩,৩০০-এরও বেশি লোক কর্মরত। ই-মার্কেটিং-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেল পণ্যের ব্যাপক বিক্রি হয়ে থাকে। চীন ও মালয়েশিয়া সহ পৃথিবীর কয়েকটি দেশে ডেল-এর কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৬ খ্রিস্টাব্দে অ্যালিয়েনওয়্যারকে কিনে নেয়।
ধরন | Public |
---|---|
ন্যাসড্যাক: DELL এসইএইচকে: 4331 NASDAQ-100 Component S&P 500 Component | |
আইএসআইএন | US24703L1036 |
শিল্প | Computer peripherals, Computer software, Computer systems, IT consulting, IT services |
প্রতিষ্ঠাকাল | অস্টিন, টেক্সাস, U.S. (৪ নভেম্বর ১৯৮৪ ) |
প্রতিষ্ঠাতা | মাইকেল ডেল |
সদরদপ্তর | 1 Dell Way, Round Rock, , Texas যুক্তরাষ্ট্র[১] |
বাণিজ্য অঞ্চল | Worldwide |
প্রধান ব্যক্তি | মাইকেল ডেল (Chairman & CEO) |
পণ্যসমূহ | Desktops, নেটবুক, নোটবুক, peripherals, servers, printers, স্ক্যানার, স্মার্টফোন, storages, টেলিভিশন |
আয় | US$ 61.49 billion (2011)[২] |
US$ 3.43 billion (2011)[২] | |
US$ 2.63 billion (2011)[২] | |
মোট সম্পদ | US$ 38.59 billion (2011)[২] |
মোট ইকুইটি | US$ 5.64 billion (2011)[২] |
কর্মীসংখ্যা | 100,300 (2011)[২] |
অধীনস্থ প্রতিষ্ঠান | Alienware, Dell Services, Force10 |
ওয়েবসাইট | Dell.com |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dell Company Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০১২ তারিখে. Retrieved July 28, 2010.
- ↑ ক খ গ ঘ ঙ চ "Form 10-K"। Dell Inc., United States Securities and Exchange Commission। মার্চ ৩১, ২০১১। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০০৮।
For the fiscal year ended: Jan 1, 2009