ডেভিড ইলিয়াস এজরা

স্যার ডেভিড ইলিয়াস এজরা (১৮৭১-১৯৪৭) (বা সাধারণভাবে স্যার ডেভিড এজরা) ছিলেন কলকাতা, ভারতের বাগদাদি ইহুদি সম্প্রদায়ের একজন বিশিষ্ট সদস্য।

স্যার ডেভিড ইলিয়াস এজরা

প্রারম্ভিক জীবন এবং পরিবার সম্পাদনা

ডেভিড ইলিয়াস এজরা ১৮৭১ সালে জন্মগ্রহণ করেন।[১] ইলিয়াস ডেভিড এজরার পুত্র এবং ডেভিড জোসেফ এজরার নাতি। তিনি সলোমন ডেভিড স্যাসুনের কন্যা রাচেল সাসুনকে বিয়ে করেছিলেন।[২]

পদ সম্পাদনা

এজরা ছিলেন কলকাতার শেরিফ এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একজন পরিচালক।[৩] তিনি ইহুদি ত্রাণ সমিতি[৪] এবং এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন।[৫]

মৃত্যু সম্পাদনা

এজরা ১৯৪৭ সালে মারা যান।[১]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Baghdadi Jewish Women in India. Joan G. Roland and Tamar Marge Gubbay, Jewish Women's Archive. Retrieved 6 September 2015.
  2. Jewish Women's Archive: Flora Sassoon
  3. Prominent Iraqi Jews of recent times. Meer Basri, The Scribe, Issue 76, Spring 2003. Retrieved 6 September 2015.
  4. Roland, Joan G. (১৯৯৮)। The Jewish Communities of India: Identity in a Colonial Era (2nd সংস্করণ)। Transaction Publishers। পৃষ্ঠা 177–178। আইএসবিএন 978-1-4128-3748-4 
  5. David Joseph Ezra. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে Recalling Jewish Calcutta: Memories of the Jewish community in Calcutta. Retrieved 6 September 2015.