ডেনিস আরউইন

আইরিশ ফুটবলার

ডেনিস আরউইন (জন্ম অক্টোবর ৩১, ১৯৬৫, কর্ক, আয়ারল্যান্ড) একজন সাবেক আইরিশ ফুটবল খেলোয়াড় যিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে তার দীর্ঘ খেলোয়াড়ী জীবনের জন্য মূলত বিখ্যাত। তিনি ১৯৯০ দশকের ইউনাইটেড দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুলব্যাক হিসেবে পরিচিত। তিনি ক্লাব ও জাতীয় পর্যায়ে ডান ও বাম যেকোন অবস্থানেই খেলতে পারতেন।

ডেনিস আরউইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডেনিস জোসেফ আরউইন
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান ফুল ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
অবসরপ্রাপ্ত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৩-১৯৮৬
১৯৮৬-১৯৯০
১৯৯০-২০০২
২০০২-২০০৪
লিডস ইউনাইটেড
ওল্ডহ্যাম এথলেটিক
ম্যানচেস্টার ইউনাইটেড
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
0৭২ (১)
১৬৭ (৪)
৩৬৮ (২২)
0৭৫ (২)
জাতীয় দল
১৯৯১-২০০০ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড 0৫৬ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ক্লাব ক্যারিয়ার

সম্পাদনা

অনেক বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের "মি. ভরসা" ছিলেন আরউইন। লিডস ইউনাইটেডের পক্ষে তার খেলায় যাত্রা শুরু হয়। পরে তিনি ওল্ডহ্যাম দলে যোগ দেন। ১৯৯০ সালে তিনি ৬২৫,০০০ পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। এখানে তিনি ২৯৬টি প্রিমিয়ারশিপ ম্যাচ খেলেন এবং বিভিন্ন মেডেল জেতেন, যেমনঃ সাতটি লিগ শিরোপা, তিনটি এফএ কাপ, একটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। তিনি রক্ষণভাগের সাথে সাথে পেনাল্টি ও ফ্রিকিক বিশেষজ্ঞও ছিলেন।

অবসরগ্রহণের পর

সম্পাদনা

২০০৪ সালে অবসরগ্রহণের পর ডেনিস আরউইন ম্যানইউটিভির (MUTV) উপস্থাপক হিসেবে কাজ করছেন।

সম্মাননা

সম্পাদনা

ম্যানচেস্টার ইউনাইটেড