ডেজ উইদাউট এন্ড (উপন্যাস)

ডেজ উইদাউট এন্ড সেবাস্টিন ব্যারির সপ্তম উপন্যাস। ভারতীয় যুদ্ধ ও মার্কিন গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাসটি ২০১৬ সালে প্রকাশিত হয়।

ডেজ উইদাউট এন্ড
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকসেবাস্টিন ব্যারি
দেশআয়ারল্যান্ড
ভাষাইংরেজি
ধরনপশ্চিমা কথাসাহিত্য
প্রকাশিত২০১৬
প্রকাশকফেবার অ্যান্ড ফেবার
পৃষ্ঠাসংখ্যা২৫৯
আইএসবিএন৯৭৮০৫৭১২৭৭০১৮
823.92
পূর্ববর্তী বইদ্য টেম্পরারি জেন্টলম্যান 

এটি ২০১৬ সালে কস্টা বুক পুরস্কার এবং ২০১৭ সালে ওয়াল্টার স্কট পুরস্কার অর্জন করে। দ্য টাইমস পত্রিকা উপন্যাসটিকে ২০১৭ সালের শীর্ষ দশ উপন্যাসের একটি হিসেবে নির্বাচন করে। এটি ২০১৯ সালে দ্য গার্ডিয়ান-এর ২১শ শতাব্দীর ১০০ সেরা বইয়ের তালিকায় ৭৪তম স্থান লাভ করে এবং বিবিসি নিউজ-এর ১০০ সবচেয়ে অনুপ্রেরণাদায়ী উপন্যাসের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

গল্প সংক্ষেপ সম্পাদনা

টমাস ম্যাকনাল্টি নামের একজন আইরিশ অভিবাসী এই উপন্যাসের গল্প বর্ণনা করে। সে মহা দুর্ভিক্ষের সময় প্রথমে কানাডায় ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রে তার জন কোলের সাথে বন্ধুত্ব হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে। তারা দুজন এরপর সেনাবাহিনীতে যোগ দেয় এবং ভারতীয় যুদ্ধ ও মার্কিন গৃহযুদ্ধে অংশ নেয়।

তথ্যসূত্র সম্পাদনা