ডেইলি স্টার সানডে যুক্তরাজ্য থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েড সংবাদপত্র। এটি ১৫ সেপ্টেম্বর ২০০২-এ ডেইলি স্টারের একটি ভগিনী শিরোনাম হিসাবে চালু হয়েছিল [৩]

ডেইলি স্টার সানডে
ধরনসাপ্তাহিক পত্রিকা
ফরম্যাটট্যাবলয়েড
মালিকরিচ পিএলসি
প্রকাশকরিচ পিএলসি
সম্পাদকডেনিস মান
প্রতিষ্ঠাকাল১৫ সেপ্টেম্বর ২০০২; ২১ বছর আগে (2002-09-15)
সদর দপ্তরলন্ডন, যুক্তরাজ্য
প্রচলন১২৩,৪৭৫[১][২]
ওয়েবসাইটhttp://www.dailystar.co.uk/sunday

ডেইলি স্টার সানডে এক্সপ্রেস নিউজপেপার দ্বারা প্রকাশিত হয়, যা ডেইলি স্টারের পাশাপাশি ডেইলি এক্সপ্রেস এবং সানডে এক্সপ্রেসও প্রকাশ করে। গ্রুপটি পূর্বে রিচার্ড ডেসমন্ডের নর্দান অ্যান্ড শেল কোম্পানির মালিকানাধীন ছিল কিন্তু এখন রিচ পিএলসি (পূর্বে ট্রিনিটি মিরর) এর অংশ। পেপারে প্রধানত খ্যাতিমানদের গল্প, খেলাধুলা এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান, যেমন সোপ অপেরা এবং রিয়েলিটি টিভি শো সম্পর্কে খবর এবং গসিপগুলি প্রকাশ করে।

বর্তমান সম্পাদক হলেন ডেনিস মান, যিনি ২০১৮ সালে রিচ পিএলসি শিরোনামের নিয়ন্ত্রণ নেওয়ার পরে স্টুয়ার্ট জেমসের স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Daily Star - Sunday - Data - ABC | Audit Bureau of Circulations" 
  2. "Print ABCs: Seven UK national newspapers losing print sales at more than 10 per cent year on year"Press Gazette। ২৩ জানুয়ারি ২০১৭। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 
  3. "Daily Star and the EDL the plot thickens"। Minority Thought। ১৩ ফেব্রুয়ারি ২০১১। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা