ডি. ডি. লাপাং

ভারতীয় রাজনীতিবিদ

ডনওয়া ডেথওয়েলসন লাপাং (জন্ম ১০ এপ্রিল ১৯৩৪), ডক্টর ডিডি লাপাং নামে পরিচিত, ভারতের মেঘালয়ের একজন রাজনীতিবিদ এবং মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ডা. ডনওয়া ডেথওয়েলসন লাপাং
৫ম মেঘালয়ের মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১৩ মে ২০০৯ – ১৯ এপ্রিল ২০১০
গভর্নরRanjit Shekhar Mooshahary
পূর্বসূরীরাষ্ট্রপতি শাসন
উত্তরসূরীমুকুল সাংমা
কাজের মেয়াদ
১০ মার্চ ২০০৭ – ১৯ মার্চ ২০০৮
গভর্নরM. M. Jacob
Banwari Lal Joshi
Shivinder Singh Sidhu
পূর্বসূরীJ. D. Rymbai
উত্তরসূরীDonkupar Roy
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1934-04-10) ১০ এপ্রিল ১৯৩৪ (বয়স ৯০)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলNational People's Party
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (২০১৮ পর্যন্ত)
দাম্পত্য সঙ্গীAmethyst Lynda Jomes Blah (m.1958-present)

তিনি রাস্তার শ্রমিক হিসাবে তার জীবন শুরু করেন এবং স্কুলের সাব-ইন্সপেক্টর হওয়ার পথে কাজ করেন। তার পিতার নাম ছিল দনওয়া যুদ্ধ। ১৯৫৮ সালে, তিনি অ্যামেথিস্ট লিন্ডা জোমস ব্লাকে বিয়ে করেন।

১৯৭২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নংপোহ থেকে বিধায়ক (বিধায়ক পরিষদের সদস্য) হন। এবং পরে ১৯৯২ থেকে ফেব্রুয়ারি, ১৯৯৩ পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ৪ মার্চ ২০০৩-এ তিনি আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। জোট সরকারে ভিন্নমতের কারণে ১৫ জুন ২০০৬ তারিখে তিনি পদ থেকে পদত্যাগ করেন।[১]

২০০৭ সালের মার্চ মাসে তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[২] তার দল, ভারতীয় জাতীয় কংগ্রেস, ২০০৮ সালের মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনে বহু আসনে জয়লাভ করে এবং লাপাং ১০ মার্চ ২০০৮-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, কিন্তু ৬০ আসনের আইনসভার মাত্র ২৮ জন সদস্যের সমর্থনে তিনি পদত্যাগ করেন। ১৯ মার্চ।[৩]

রাজ্য দুই মাস রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকার পর, ১৩ মে ২০০৯-এ তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হন এবং ১৯ এপ্রিল ২০১০-এ পদত্যাগ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sonia 'forces' Lapang exit - Rymbai is new Meghalaya CM"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪ 
  2. "Apang loses power tussle"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪ 
  3. "New Meghalaya CM DD Lapang decides to resign", Press Trust of India (Hindustan Times), March 19, 2008.
  4. Singh, Bikash (২০১৮-০৯-১৫)। "Ex-Meghalaya Chief Minister Lapang quits Congress"The Economic Times। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৫