ডি.এন নগর মেট্রো স্টেশন

ডি.এন.নগর (মারাঠি: डी.एन. नगर) ভারতের মুম্বইয়ের অন্ধেরির পার্শ্ববর্তী ডি.এন. নগর এলাকায় দ্রুতগামী গণপরিবহন পরিষেবা পরিবেশনকারী মুম্বই মেট্রোর লাইন ১-এর একটি মেট্রো স্টেশন। এটি ৮ ই জুন ২০১৪ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।[১] স্টেশনটি ইন্ডিয়ান অয়েল জংশনে অবস্থিত।[২]


ডি.এন নগর মেট্রো স্টেশন
মুম্বই মেট্রো স্টেশন
অবস্থানজেপি রোড, ডিএন নগর, আন্ধেরী, মুম্বই
স্থানাঙ্ক১৯°০৭′৪২″ উত্তর ৭২°৪৯′৪৯″ পূর্ব / ১৯.১২৮২৯৩° উত্তর ৭২.৮৩০২৭৫° পূর্ব / 19.128293; 72.830275
মালিকানাধীনমুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেড (এমএমপিএল)
পরিচালিতমুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেড (এমএমপিএল)
লাইনলাইন ১
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম-১ → ঘাটকোপার
প্ল্যাটফর্ম-২ → ভারসোভা
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
পার্কিংনা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ Handicapped/disabled access
অন্য তথ্য
স্টেশন কোডডি এন জি
ইতিহাস
চালু৮ জুন ২০১৪; ৯ বছর আগে (2014-06-08)
বৈদ্যুতীকরণ২৫ কেভি ৫০ হার্জ এসি ওভারহেড ক্যাটেনারি
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   মুম্বই মেট্রো   পরবর্তী স্টেশন
শেষ স্টেশন
লাইন ১
অভিমুখে ঘাটকোপার
অবস্থান
মানচিত্র

এই স্টেশনটি মুম্বই মেট্রোর লাইন ২-এর সঙ্গে সংযুক্ত করে লাইন ১'কে।

ইতিহাস

সম্পাদনা

স্টেশন বিন্যাস

সম্পাদনা

স্টেশনটি তিনটি স্তরে বিন্যস্ত রয়েছে। এই তিনটি স্তর হল ভূমি স্তর (রাস্তায় স্তর), এল১ বা দ্বিতীয় স্তর এবং এল২ বা তৃতীয় স্তর। ভূমি স্তরে স্টেশনের প্রবেশ পথের শুরু এবং প্রস্থান পথের শেষ হয়। দ্বিতীয় স্তর বা এল১ বা মধ্যবর্তী তলাতে মূলত টিকিট পরীক্ষা ও টিকিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে। তৃতীয় স্তর বা এল২ বা শেষ স্তরে দুটি প্ল্যাটফর্ম এবং পূর্ব ও পশ্চিমগামী দুটি রেল ট্র্যাক রয়েছে।

ভূমি রাস্তায় স্তর প্রস্থান/প্রবেশ
১ নং স্তর মধ্যবর্তী তলা ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
২ নং স্তর পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে  
পূর্বদিকগামী ঘাটকোপার-এর দিকে→
পশ্চিমদিকগামী ভারসোভা-এর দিকে←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে  
২ নং স্তর

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা