ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়

ভারতের একটি হাসপাতাল

ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় আসামের পূর্ব কার্বি আংলং জেলার ডিফুতে অবস্থিত একটি সরকারী চিকিৎসা মহাবিদ্যালয়।[২][৩] ২০১৯ সালের ২৫ নভেম্বর তারিখ থেকে এটি সম্পূর্ণরূপে কার্যক্ষম হয়েছিল। এটি আসামের সপ্তম চিকিৎসা মহাবিদ্যালয়। আসামের সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং আসাম চিকিৎসা সঞ্চালকালয় মহাবিদ্যালয়টি পরিচালনা করে। ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় ভারতীয় চিকিৎসা পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত এবং শ্রীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। মহাবিদ্যালয়টি ২০২০-২১ শিক্ষা বর্ষের জন্য চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠক্রম ১০০ ছাত্র-ছাত্রীর ভর্তির অনুমতি লাভ করেছে।

ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়
ধরনসরকারী চিকিৎসা মহাবিদ্যালয়
স্থাপিত২৫ নভেম্বর ২০১৯
অধ্যক্ষডাঃ সুমিত্রা হাগজের[১]
স্নাতক১০০
অবস্থান, ,
782462
,
২৫°৪৯′৪২″ উত্তর ৯৩°২৫′২৯″ পূর্ব / ২৫.৮২৮৩৪৭° উত্তর ৯৩.৪২৪৭৯৪° পূর্ব / 25.828347; 93.424794
শিক্ষাঙ্গনউপ-শহরীয়
অধিভুক্তিশ্রীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
ভারতীয় চিকিৎসা পরিষদ
মানচিত্র

শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডাঃ সুমিত্রা হাগজের ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ এবং মুখ্য পরিদর্শক।

ইতিহাস সম্পাদনা

২০১১ সালের ১৯ জানুয়ারি তারিখে আসামের স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।[৪] শুরুতে এর নাম আসাম পার্বত্য চিকিৎসা মহাবিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রাখা হয়েছিল যদিও পরে সরকারী ভাবে ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় করা হয়। ২০১৭ সালে আসাম সরকার এর আন্তঃগঠনের জন্য পূর্বে অনুমোদিত ১৫৬.৫৫ কোটি টাকা থেকে ২০৯ কোটিতে বৃদ্ধি করে।[২][৩][৫][৬] মহাবিদ্যালয়টির নির্মাণকার্য ২০১২ সালেই আরম্ভ হয়েছিল যদিও তিন বার পরিবর্তন করার পরে ২০১৮ সালের ২৮ এপ্রিলে মূল স্থাপত্য প্রকল্প গ্রহণ করা হয়।[৭]

ব্রহ্মপুত্র ইনফ্রাষ্ট্রাক্চার নামের কোম্পানী এর নির্মাণ কার্যর সাথে জড়িত ছিল।[৮] ২০১৯ সালের ২৫ নভেম্বর তারিখ থেকে এটি সম্পূর্ণরূপে কার্যক্ষম হয়েছিল। এটি আসামের সপ্তম চিকিৎসা মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি ২০২০-২১ শিক্ষা বর্ষের জন্য চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠক্রমে ১০০ ছাত্র-ছাত্রীর ভর্তির অনুমতি লাভ করেছে।

অবস্থান এবং পরিবহন সম্পাদনা

ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় আসামের পূর্ব কার্বি আংলং জেলার সদর ডিফুতে অবস্থিত। এটি ডিফু বাস আস্থান এবং ডিফু রেল স্টেশন থেকে প্রায় ২ কি.মি. দূরে অবস্থিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Diphu Medical College to start functioning from Nov 25"The Hills Times (ইংরেজি ভাষায়)। ২০১১-০১-২০। ২০২০-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৫ 
  2. "Medical, engg seats in state increase - Times of India"The Times of India। ২০১৬-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  3. "Enhancement Of The Existing Work Order Of Rs. 156.55 Crores To 209 Crores For The Construction Of Diphu Medical College;,Diphu Guwahati"@businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  4. "Website of FAAMCH."faamcassam.co.in। ২০১৭-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  5. "Status of Centrally Sponsored Scheme | Directorate of Medical Education | Government Of Assam, India"dme.assam.gov.in। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  6. "BRIEF-Brahmaputra Infrastructure says order enhancement for..."Reuters (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১৯। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  7. Express, Drongo। "Health Minister Piyush Hazarika conduct inspection on the ongoing Hills Medical College at Diphu | The Drongo Express" (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  8. "Brahmaputra Infrastructure's JV bags order worth Rs 98.41 crore - Brahmaputra Infrastructure Ltd. Latest News"www.moneyworks4me.com। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬