ডিপওয়াটার হরাইজন (চলচ্চিত্র)
ডিপওয়াটার হরাইজন পিটার বার্গ পরিচালিত ২০১৬ সালের দুর্যোগ বিষয়ক চলচ্চিত্র। ২০১০ সালে প্রকাশিত ডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড ও স্টেফানি সোলের ডিপওয়াটার হরাইজন্স ফাইনাল আওয়ার্স নিবন্ধ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ম্যাথু মাইকেল কার্নাহেন ও ম্যাথু স্যান্ড। এতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, কার্ট রাসেল, জন মালকোভিচ, জিনা রদ্রিগেজ, ডিলন ও'ব্রায়ান, কেট হাডসন প্রমুখ।
ডিপওয়াটার হরাইজন | |
---|---|
Deepwater Horizon | |
পরিচালক | পিটার বার্গ |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | ম্যাথু মাইকেল কার্নাহেন ম্যাথু স্যান্ড |
কাহিনিকার | ম্যাথু স্যান্ড |
উৎস | ডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড ও স্টেফানি সোল কর্তৃক ডিপওয়াটার হরাইজন্স ফাইনাল আওয়ার্স |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | স্টিভ জব্লনস্কি |
চিত্রগ্রাহক | এনরিক চেদিয়াক |
সম্পাদক | কলবি পার্কার গ্যাব্রিয়েল ফ্লেমিং |
প্রযোজনা কোম্পানি | পার্টিশিপেন্ট মিডিয়া দি বনাভেঞ্চুরা পিকচার্স |
পরিবেশক | সামিট এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৭ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১১০ মিলিয়ন |
আয় | $১১৯.৫ মিলিয়ন[২] |
২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়[৩] এবং ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি একটি বিভাগে বাফটা পুরস্কার এবং দুইটি বিভাগে একাডেমি পুরস্কার-এর মনোনয়ন লাভ করে।[৪]
কুশীলব
সম্পাদনা- মার্ক ওয়ালবার্গ - মাইক উইলিয়ামস
- কার্ট রাসেল - জিমি হ্যারেল
- জন মালকোভিচ - ডোনাল্ড ভিদ্রিন
- জিনা রদ্রিগেজ - আন্দ্রেয়া ফ্লেটাস
- ডিলন ও'ব্রায়ান - কালেব হলোওয়ে
- কেট হাডসন - ফেলিসিয়া উইলিয়ামস
- ইথান সাপ্লি - জেসন এন্ডারসন
- ব্র্যাড লেল্যান্ড - রবার্ট কালুজা
- ট্রেস অ্যাডকিন্স - হোটেলে দুঃখভারাক্রান্ত পিতা
- জো ক্রেস্ট - ডেভিড সিম্স
- জেমস ডূমন্ট - প্যাট্রিক ও'ব্রায়ান
- ডেভ মালদোনাদো - ক্যাপ্টেন কার্ট কুচকা
- ডগলাস এম গ্রিফিন - আলভিন ল্যান্ড্রি
- জাস্টন স্ট্রীট - আন্টনি গারভাসিও
নির্মাণ
সম্পাদনা২০১১ সালে ৮ মার্চ সামিট এন্টারটেইনমেন্ট, পার্টিশিপেন্ট মিডিয়া, ও ইমেজ ন্যাশন ২০১০ সালের ২৫ ডিসেম্বর দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত ডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড, ও স্টেফানি সোলের ডিপওয়াটার হরাইজন্স ফাইনাল আওয়ার্স নিবন্ধের স্বত্ব কিনে নেয়। এই নিবন্ধে ২০১০ সালের ডিপওয়াটার হরাইজন বিস্ফোরণ ও তেল ছড়িয়ে পড়ার ঘটনা বিবৃত ছিল। লরেঞ্জু দি বনাভেঞ্চুরা তার দি বনাভেঞ্চুরা পিকচার্সের ব্যানারে প্রযোজনা করার সিদ্বান্ত নিলে ম্যাথু স্যান্ড ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্ব লাভ করেন।[৫]
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | টিন চয়েস পুরস্কার | টিন এন্টিসিপেটেড চলচ্চিত্র অভিনেতা | ডিলন ও'ব্রায়ান | বিজয়ী | [৬] |
২০১৭ | ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স | স্পটলাইট পুরস্কার | মার্ক ওয়ালবার্গ ও পিটার বার্গ (যুগ্মভাবে প্যাট্রিয়ট্স ডের জন্য) | বিজয়ী | [৭] |
পিপল’স চয়েজ পুরস্কার | প্রিয় নাট্য চলচ্চিত্র | ডিপওয়াটার হরাইজন | মনোনীত | [৮] | |
অ্যানি পুরস্কার | অ্যানিমেশন ইফেক্ট | রাউল এসিগ, মার্ক চ্যাটাওয়ে, জর্জ কুরুভিলা, ও মিহাই সিওরোবা | মনোনীত | [৯] | |
বাফটা পুরস্কার | সেরা শব্দগ্রহণ | মাইক প্রেস্টউড স্মিথ, ড্রর মোহার, উইলি স্টেটম্যান, ও ডেভিড ওয়াইমেন | মনোনীত | [১০] | |
একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা | উইলি স্টেটম্যান, ও রেনে তনদেল্লি | মনোনীত | ||
শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস | ক্রেইগ হ্যামক, জ্যাসন স্নেল, জ্যাসন বিলিংটন, ও বার্ট ডাল্টন | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "DEEPWATER HORIZON"। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্ল্যাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "Deepwater Horizon"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ জাফর, আলি (২৬ জুলাই ২০১৬)। "Toronto To Open With 'The Magnificent Seven'; 'La La Land', 'Deepwater Horizon' Among Galas & Presentations"। ডেডলাইন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ হিপস, প্যাট্রিক (২৪ জানুয়ারি ২০১৭)। "Oscar Nominations: 'La La Land' Ties Record With 14 Noms; 'Arrival' & 'Moonlight' Snag 8 Apiece"। ডেডলাইন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ ফ্লেমিং, মাইক (৮ মার্চ ২০১১)। "Summit, Participant And Imagenation Target Oil Rig Tragedy"। ডেডলাইন। ২২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ ক্রিস্ট, অ্যালিসন (৩১ জুলাই ২০১৬)। "Teen Choice Awards: Winners List"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "2016 Award Winners"। ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "2017 People's Choice Awards nominees"। ইউএসএ টুডে। ১৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ "44TH ANNUAL ANNIE AWARDS NOMINEES & WINNERS"। অ্যানি পুরস্কার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ রিটম্যান, আলেক্স (৯ জানুয়ারি ২০১৭)। "BAFTA Awards: 'La La Land' Leads Nominations"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।