ডিডি ইন্ডিয়া

ভারতের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল

ডিডি ইন্ডিয়া হল একটি আন্তর্জাতিক রাষ্ট্রীয় মালিকানাধীন ইংরেজি ভাষার সংবাদ এবং ভারতের কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক চ্যানেল।[] এই পরিষেবাটি বিশ্বব্যাপী টেলিভিশন,অনলাইন ও ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত হয়। ২০১৯ সালের জানুয়ারিতে এটি একটি পূর্ণাঙ্গ ইংরেজি সংবাদ এবং কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলে পরিণত হয়।[] এই চ্যানেলে সরকারের দেওয়া মোট বাজেট হল ২,৬৪০ কোটি রুপি[]

ডিডি ইন্ডিয়া
উদ্বোধন
  • ১৪ মার্চ ১৯৯৫; ২৯ বছর আগে (1995-03-14)
    (ডিডি ইন্টারন্যাশনাল হিসেবে)
  • ২০০০; ২৪ বছর আগে (2000)
    (ডিডি ওয়ার্ল্ড হিসেবে)
  • ২৬ জানুয়ারি ২০০২; ২২ বছর আগে (2002-01-26)
    (ডিডি ইন্ডিয়া হিসেবে)
মালিকানাপ্রসার ভারতী
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
দেশভারত
ভাষাইংরেজি
প্রধান কার্যালয়নতুন দিল্লি, ভারত
পূর্বতন নামডিডি ইন্টারন্যাশনাল, ডিডি ওয়ার্ল্ড
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ডিডি নিউজ
ডিডি ন্যাশনাল
ডিডি স্পোর্টস
ডিডি বাংলা
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
ইউটিউবঅফিসিয়াল চ্যানেল

ডিডি ইন্ডিয়া, একটি পাবলিক সার্ভিস সম্প্রচারকারী, এটি ভারতে ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতীয় সংবাদপত্র লাইভ মিন্ট অনুসারে, এটি ফেব্রুয়ারি ২০১৯-এ সর্বাধিক প্রদর্শিত চ্যানেলে পরিণত হয়েছে।[] চ্যানেলটির মালিক প্রসার ভারতী ডিডি ইন্ডিয়া চ্যানেলকে ডিডি ইন্ডিয়া এইচডিতে উন্নীত করেছেন। ডিডি ইন্ডিয়া এইচডি চ্যানেলটি ৩ অক্টোবর ২০২২-এ চালু হয়।

ইতিহাস

সম্পাদনা

ডিডি ইন্ডিয়া হলো একটি ভারতীয় পে টেলিভিশন চ্যানেল যা ডিডি ইন্টারন্যাশনাল হিসাবে ১৪ মার্চ ১৯৯৫ সালে চালু হয়েছিল। চ্যানেলটি সারা বিশ্বের প্রায় ১৪৬ টি দেশে উপলব্ধ।[] এটির নাম ২০০০ সালে ডিডি ওয়ার্ল্ড আবার ২০০২ সালে বর্তমান নাম ডিডি ইন্ডিয়া রাখা হয়। এটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্ক দূরদর্শনের মালিকানাধীন।

২০০৭ সালের ২৬ জুলাই,চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করে এবং বর্তমানে ডাইরেক্ট টিভিতে উপলব্ধ।[]

২০১৯ সালের ১ জানুয়ারি,চ্যানেলটি একটি পূর্নাঙ্গ ইংরেজি ভাষার চ্যানেল হিসেবে আত্নপ্রকাশ করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "DD India to reposition as English channel; digital platform to launch before elections"। ২৩ জানুয়ারি ২০১৯। ৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ 
  2. @shashidigital (২৪ জানুয়ারি ২০১৯)। "Yes DD India has been repositioned as English News and Current Affairs Channel following a decision of the…" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. "I&B ministry allocated Rs 4,071 crore in Budget 2021-22, Rs 303 crore less than last fiscal"। ফেব্রুয়ারি ২০২১। 
  4. Arnab Goswami buys back Republic Media shares from Asianet, Live Mint (A Hindustan Times Media company), Late Jha (May 6, 2019)
  5. "www.ddindia.com | Child Page"web.archive.org। ২০০৯-০৫-২৩। Archived from the original on ২০০৯-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  6. "gen-networks.com - gen networks Resources and Information."ww16.gen-networks.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১