ডিকশনারি অফ ক্রিশ্চিয়ান বায়োগ্রাফি অ্যান্ড লিটারেচার টু দি এন্ড অফ দ্য সিক্সথ সেঞ্চুরি

আ ডিকশনারি অফ ক্রিশ্চিয়ান বায়োগ্রাফি অ্যান্ড লিটারেচার টু দি এন্ড অফ দ্য সিক্সথ সেঞ্চুরি এ.ডি., উইথ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য প্রিন্সিপ্যাল সেক্টস অ্যান্ড হেরাসিস (ইংরেজি: A Dictionary of Christian Biography and Literature to the End of the Sixth Century A.D., with an Account of the Principal Sects and Heresies) হল ১৯১১ সালে প্রকাশিত একটি ধর্মীয় জীবনীকোষ।

বইটির ইংরেজি সংস্করণটি সম্পাদনা করেন উইলিয়াম সি. পিয়ারসিহেনরি ওয়েস (ডিন অফ ক্যান্টারবেরি, ১৮৩৬-১৯২৪)। এই সংস্করণটি এখন পাবলিক ডোমেইনে পাওয়া যায়। ২০০৪-এর হিসাব অনুযায়ী ক্রিশ্চিয়ান ক্ল্যাসিকস ইথারাল লাইব্রেরি মূল মুদ্রিত কপিটি স্ক্যান করেছে।[১] ১৯৯৯ সালে হেন্ডরিকসন পাবলিশার্স আ ডিকশনারি অফ আর্লি ক্রিশ্চিয়ান বায়োগ্রাফি নামে বইটি পুনঃমুদ্রিত করেছে।[২]

এই বইটি ওয়েস ও উইলিয়াম স্মিথ সম্পাদিত আ ডিকশনারি অফ ক্রিশ্চিয়ান বায়োগ্রাফি, লিটারেচার, সেক্টস অ্যান্ড ডকট্রেইনস (চার খণ্ডে প্রকাশিত, ১৮৭৭-৮৭) গ্রন্থের উত্তরসূরি।[৩] অন্যদিকে সেই বইটি আবার ১৮৬৩ সালে স্মিথ’স বাইবেল ডিকশনারি বইটির সংশোধিত সংস্করণ।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা