ডিউক অফ এডিনবার্গ পুরস্কার

ডিউক অফ এডিনবার্গ পুরস্কার বা মূল ইংরেজিতে দ্য ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড (সাধারণত সংক্ষেপে ডিঅফই নামেও পরিচিত)[১] হল একটি যুব সম্মাননা কার্যক্রম যা ১৯৫৬ সালে যুক্তরাজ্যের রাজপুত্র ও ডিউক অফ এডিনবরা ফিলিপ প্রচলন করেন। পুরস্কারটি প্রায় ১৪৪টি দেশে বিতরণ করা হয়। সম্মাননাগুলো কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের আত্ম-উন্নয়ন অনুশীলনের একটি ধারাবাহিক কার্যক্রম সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়, যা কুর্ট হানের "আধুনিক যুবক সম্প্রদায়ের ছয়টি অবক্ষয়ের" সমাধানগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ডিউক অফ এডিনবার্গ পুরস্কার
তারিখ১৩ অক্টোবর ১৯৫৬; ৬৭ বছর আগে (1956-10-13)
দেশযুক্তরাজ্য ও অন্যান্য দেশ
পুরস্কারসোনা, রূপা ও ব্রোঞ্জ (যুক্তরাজ্য)
ওয়েবসাইটhttp://www.dofe.org

বাংলাদেশ সম্পাদনা

বাংলাদেশে ২০০৮ সাল থেকে ঢাকায় অবস্থিত "দ্য ডিউক অফ এডিনবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ" প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে পুরস্কারটি দেওয়া হয়। বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় এই কার্যক্রমে অংশগ্রহণ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Duke of Edinburgh's Award – The DofE in the UK"The Duke of Edinburgh's Award। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১৪ 
  2. "About"The Duke of Edinburgh’s Award Foundation Bangladesh। ২০২২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩