ডাব্লিউডাব্লিউএফ লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ

ডাব্লিউডাব্লিউএফ লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ পেশাদারি কুস্তির একটি চ্যাম্পিয়নশীপ যেটি ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ বর্তমানে ডাব্লিউডাব্লিউই) প্রোমোশনের আওতাধীন ছিল। টাইটেলটি লাইট হেভিওয়েট রেসলাররা (সর্বোচ্চ ২১৫ পাউন্ড, পরে ২২০ পাউন্ড) প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারতো। এটি মার্চ ২৬, ১৯৮১ সালে ইউনিভার্সাল রেসলিং অ্যাসোসিয়েশনে (ইউডাব্লিউএ) তৈরি হয় ডাব্লিউডাব্লিউএফ এবং তাদের অংশীদারে। পরে জুন ১৬, ১৯৯৫ সালে এটি মিচিনিকো প্রো রেসলিংয়ে স্থানান্তরিত হয় ডাব্লিউডাব্লিউএফ এর মালিকানায়। এটি ১৯৯৭ সালে ডাব্লিউডাব্লিউএফ এ ফিরে আসে।[]

ডাব্লিউডাব্লিউএফ লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ
লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ ডাব্লিউডাব্লিউএফ এর স্ক্রেচ সংবলিত
তথ্য
সংস্থাইউনিভার্সাল রেসলিং অ্যাসোসিয়েশন (মার্চ ২৬, ১৯৮১–জুন ১৬, ১৯৯৫)
মিচিনিকো প্রো রেসলিং (জুন ১৬, ১৯৯৫–নভেম্বর ৫, ১৯৯৭)
ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (নভেম্বর ৫, ১৯৯৭– নভেম্বর ১৮, ২০০১)
প্রতিষ্ঠামার্চ ২৬, ১৯৮১
ডিসেম্বর ৭, ১৯৯৭ (ডাব্লিউডাব্লিউইর আনুষ্ঠানিক টাইটেল ইতিহাস হিসেবে)
অবসরনভেম্বর ২০০১

ইতিহাস

সম্পাদনা

ডাব্লিউডাব্লিউএফ লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশীপটি সর্বপ্রথম জাপানে পরিচয় করিয়ে দেয়া হয়। সেখানে একটি টুর্নামেন্ট অনু্ষ্ঠিত হয় যেখানে পেরো আগুয়েয়ো গ্রান হামাডা কে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করে। এরপর এটিকে পশ্চিম যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং আরো একবার জাপানে (মিচিনিকো রেসলিং প্রোমোশন) স্থানান্তরিত করা হয়। টাইটেলটি ১৯৯৭ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে আসার পর জনপ্রিয় হয়ে উঠে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Light Heavyweight Championship History"। WWE.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা