ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ

পেশাদার কুস্তির বিলুপ্ত শিরোপা

দ্য ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (বাংলাঃডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় ট্যাগ টিম শিরোপা) যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন - ডাব্লিউডাব্লিউএফ(বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) কর্তৃক প্রবর্তিত একটি স্বল্পকালীন ট্যাগ টিম শিরোপা ছিল। সংস্থাটির সাথে জাপানের কুস্তি সংস্থা ইউনিভার্সাল লুচা লিব্রে (ইউডাব্লিউএফ)-এর সাথে কর্মসম্পর্ক স্থাপন উপলক্ষে ১৯৯১ সালের ৭ জানুয়ারি এই শিরোপাটির প্রবর্তন এবং পেরো আগুয়েয়ো ও গ্রান হামাদা'র ট্যাগ টিমকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল।এই শিরোপা রক্ষার কোন লড়াই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়নি। ইউডাব্লিউএফ-এর সাথে ডাব্লিউডাব্লিউএফ কর্মসম্পর্ক ছিন্ন করলে ১৯৯১ সালের জুলাই মাসে শিরোপাটি পরিত্যক্ত হয়। [১]

ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ
তথ্য
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
প্রতিষ্ঠা৭ জানুয়ারি, ১৯৯১
অবসরজুন, ১৯৯১


শিরোপার ইতিহাস সম্পাদনা

টীকা
নং সামগ্রিক রাজত্বের সংখ্যা
রাজত্ব নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
দিন চ্যাম্পিয়ন থাকার দিন
নং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ পরিবর্তন রাজত্বের পরিসংখ্যান টীকা সূত্র
তারিখ অনুষ্ঠান অবস্থান রাজত্ব দিন
পেরো আগুয়েয়োগ্রান হামাদা ৭ জানুয়ারি ১৯৯১ প্র.না. প্র.না. অনিশ্চিত পুরস্কার সরূপ দেয়া হয়। [২]
নিষ্ক্রিয় জুলাই ১৯৯১ জুলাই, ১৯৯১-এ জাপানের ইউডাব্লিউএফ জাপান-এর সাথে কর্মসম্পর্ক ছিন্ন করলে শিরোপাটি পরিত্যক্ত হয়।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "10 championships you never knew existed in WWE"WWE 
  2. "WWF Intercontinental Tag Team Title History"। Solie.org। 

বহিঃসংযোগ সম্পাদনা