ডগ ম্যাকলয়েড

মার্কিন রাজনীতিবিদ

ডগলাস ডোয়াইন ম্যাকলয়েড (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৬০) হলেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একজন রাজনীতিবিদ, যিনি রিপাবলিকান পার্টির রাজনীতির সাথে যুক্ত। ২০১২ সাল থেকে তিনি মিসিসিপি বিধানসভার নিম্নকক্ষে ১০৭ নাম্বার জেলার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডগ ম্যাকলয়েড
মিসিসিপি বিধানসভার নিম্নকক্ষে ১০৭ নাম্বার জেলার বিধায়ক
কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০১২ – বর্তমান
পূর্বসূরীডেরিক পারকার
ব্যক্তিগত বিবরণ
জন্মডগলাস ডোয়াইন ম্যাকলয়েড
(1960-12-15) ১৫ ডিসেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
লুকেডেল, মিসিসিপি, যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দলরিপাবলিকান পার্টি
দাম্পত্য সঙ্গীমিশেল ফন্টেনেল
বাসস্থানলুকেডেল, মিসিসিপি, যুক্তরাষ্ট্র

রাজনৈতিক জীবন সম্পাদনা

ডগ ম্যাকলয়েড ২০১১ সালে মিসিসিপি রাজ্যের বিধানসভার নিম্নকক্ষের নির্বাচনে ডেমোক্র‍্যাটিক পার্টির ডগলাস এল. লিকে পরাজিত করে ১০৭ নাম্বার জেলার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[১] ২০১৬ সালে মিসিসিপি রাজ্যের বিধানসভার নিম্নকক্ষের নির্বাচনে ডেমোক্র‍্যাটিক পার্টির অস্টিন হাওয়েলকে পরাজিত করে তিনি পুনরায় ১০৭ নাম্বার জেলার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[২]

সমালোচনা সম্পাদনা

২০১৯ সালের মে মাসে যৌন মিলনের জন্য কাপড় খুলতে দেরি করায় স্ত্রীকে ঘুষি মারার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।[৩] পরবর্তীতে ১,০০০ ডলারের বিনিময়ে জামিন পান তিনি।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Certification of Vote for Multi-County Legislative District Offices" (পিডিএফ)। Mississippi Secretary of State। ডিসেম্বর ৮, ২০১১। সংগ্রহের তারিখ মে ২৪, ২০১৯ 
  2. "Certification of Vote for Multi-County Legislative District Offices and State District Offices" (পিডিএফ)। Mississippi Secretary of State। ডিসেম্বর ৩, ২০১৫। সংগ্রহের তারিখ মে ২৪, ২০১৯ 
  3. Silverstein, Jason (মে ২২, ২০১৯)। "Lawmakers call for Mississippi rep's resignation after he was accused of punching his wife"CBS News। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৯ 
  4. "পারিবারিক সহিংসতা: যৌন মিলনের জন্য কাপড় খুলতে দেরি করায় স্ত্রীকে ঘুষি"বিবিসি বাংলা। ২৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯