ট্রিলিয়াম

‘Melanthiaceae’ পরিবারের বহুবর্ষজীবি গুল্ম জাতীয় গাছের একটি গণের নাম

ট্রিলিয়াম (ইংরেজি: trillium, wakerobin, tri flower, birthroot, birthwort) হচ্ছে ৪০-৫০টি প্রজাতির শীতপ্রধান এলাকার; মূলত উত্তর আমেরিকাএশিয়ার একটি গণের নাম। এটা আগে Trilliaceae পরিবারের অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটা ‘Melanthiaceae’ পরিবারের বহুবর্ষজীবি গুল্ম জাতীয় গাছ।[১] দীর্ঘ শীতের পর পাতাঝরা বনের মাঝে এরা সাদা ফুল ফুটিয়ে সাদা কার্পেট বানিয়ে ফেলে, বনের সৌন্দর্য যেন সহস্র গুণ বাড়িয়ে দেয়।

ট্রিলিয়াম
Trillium erectum (red trillium)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
শ্রেণীবিহীন: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন: Monocots
বর্গ: Liliales
পরিবার: Melanthiaceae
গণ: Trillium
L.
Species

See text

রাইজোম দিয়ে এরা বংশবিস্তার করে। অদ্ভুত এদের বিন্যাস, সবকিছুই সংখ্যা ৩ এর সন্নিবেশে, তিনটি পাতা, তিনটি উপবৃতি, তিনটি পাঁপড়ি এবং এই বিন্যাস থেকেই।গণের নাম 'ট্রিলিয়াম' এসেছে । এদের কে "ট্রিনিটি ফ্লাওয়ার”ও বলা হয়। ফুলগুলো কান্ডের এতটাই কাছে জন্মে থাকে (sessile) যে, গাছ থেকে ফুল উঠানোর সময় গাছের সবুজ মঞ্জুরিপত্র পাতাশুদ্ধ উঠে আসতে পারে এবং এতে করে গাছটির খাদ্য তৈরি (ফটোসিন্থেসিস) করার মত গুরুত্বপূর্ণ অংশের কিছুই আর অবশিষ্ট থাকে না, ফলে গাছটি খাদ্যের অভাবে বিলুপ্তও হয়ে যেতে পারে। এ জন্য একে ‘fragile’ স্পিসিসও বলা হয়।

ট্রিলিয়াম ফুল সাধারণত সাদা, লাল, গোলাপি, এবং হলুদ রংয়ের হয়ে থাকে। বসন্তের শেষ থেকে পরের গ্রীষ্মকাল অবধি এর ফুল ফুটে থাকে, খুব অল্প সময়ের জন্য। এর বীজে শাস (oily elaiosomes) জড়িয়ে থাকে। এটা পিঁপড়া খুব পছন্দ করে। এজন্য পিঁপড়ার মাধ্যমে এই গাছ ছড়িয়ে পড়ে।

এদের কিছু কিছু প্রজাতি অবলুপ্তপ্রায় এবং এজন্য কোন কোন এলাকায় এদেরকে আইন করে সংরক্ষণ করা হয়েছে।

সাদা ট্রিলিয়াম আমেরিকার “ওহাইয়ো” স্টেট এবং কানাডার অন্টারিও প্রদেশের জাতীয় ফুল।

প্রজাতিসমূহ সম্পাদনা

আগস্ট ২০১৩-এর হিসাব অনুযায়ী, the World Checklist of Selected Plant Families accepted 44 species:[২]

A number of hybrids are also known:[২]

  • Trillium × crockerianum Halda = T. ovatum × T. rivale
  • Trillium × hagae Miyabe & Tatew. = T. camschatcense × T. tschonoskii
  • Trillium × komarovii H.Nakai & Koji Ito = T. camschatcense × ?
  • Trillium × miyabeanum Tatew. ex J.Samej. = T. apetalon × T. tschonoskii
  • Trillium × yezoense Tatew. ex J.Samej. = T. apetalon × T. camschatcense

ছবি সম্পাদনা

টেমপ্লেট:TrilliumSpecies

সূত্র তালিকা সম্পাদনা

  1. Zomlefer, Wendy B.; Williams, Norris H.; Whitten, W. Mark; Judd, Walter S. (২০০১)। "Generic Circumscription and Relationships in the Tribe Melanthieae (Liliales, Melanthiaceae), with Emphasis on Zigadenus: Evidence from ITS and trnL-F Sequence Data"American Journal of Botany88 (9): 1657–1669। জেস্টোর 3558411ডিওআই:10.2307/3558411পিএমআইডি 21669700 
  2. Search for "Trillium", "World Checklist of Selected Plant Families"Royal Botanic Gardens, Kew। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা