টোটাল ফিল্ম
টোটাল ফিল্ম (ইংরেজি: Total Film) যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত চলচ্চিত্র ম্যাগাজিন। ফিউচার পাবলিশিং এই ম্যাগাজিনটি প্রকাশ করে থাকে। এতে চলচ্চিত্র ও ডিভিডি সংবাদ, পর্যালোচনা, মতামত ইত্যাদি প্রকাশিত হয়। ১৯৯৭ সালে ম্যাগাজিনটি সর্বপ্রথম প্রকাশিত হয়। বর্তমানে এটি চার সপ্তাহ পরপর প্রকাশিত হয়।
বিভাগ | চলচ্চিত্র |
---|---|
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
সংবহন | ৮৫,০৩১ (২০০৮)[১] |
প্রথম প্রকাশ | ১৯৯৭ |
কোম্পানি | ফিউচার পাবলিশিং |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি ভাষা |
ওয়েবসাইট | TotalFilm.com |