টেলস অফ থ্রি প্ল্যানেটস

টেলস অফ থ্রি প্ল্যানেটস (ইংরেজি: Tales of Three Planets; অনুবাদ: তিন গ্রহের কাহিনি) হল মার্কিন লেখক এডগার রাইস বারোজ লিখিত ছোটোগল্পের একটি মরণোত্তর সংকলন। বইটির ভূমিকা রচনা করেন রিচার্ড এ. লুপফ এবং অলংকরণ করেন রয় জি. ক্রেনকেল। ১৯৬৪ সালে ক্যানাভেরাল প্রেস থেকে বইটি প্রথম প্রকাশিত হয় এবং তারপর মাত্র একবারই এটির পুনর্মুদ্রণ হয়েছিল।

টেলস অফ থ্রি প্ল্যানেটস
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকএডগার রাইস বারোজ
প্রচ্ছদ শিল্পীরয় জি. ক্রেনকেল
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রকাশকক্যানাভেরাল প্রেস
প্রকাশনার তারিখ
১৯৬৪
মিডিয়া ধরনমুদ্রণ (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা২৮৩

এই বইটিতে বারোজের লেখা চারটি নভেলেট সংকলিত হয়েছে। এগুলির একটির প্রেক্ষাপট পৃথিবী, দু’টির প্রেক্ষাপট "দূরতম নক্ষত্রেরও ওপারে" অবস্থিত পোলোডা গ্রহ এবং একটির প্রেক্ষাপট শুক্র গ্রহ। "দ্য রেজারেকশন অফ জিম্বার-জ" ও "বিয়ন্ড দ্য ফারদেস্ট স্টার" নভেলেট দু’টি ইতিপূর্বে সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল। প্রথমটি প্রকাশিত হয় আর্গোসি উইকলি পত্রিকার ২০ ফেব্রুয়ারি ১৯৩৭ সংখ্যায় এবং দ্বিতীয় প্রকাশিত হয় ব্লু বুক পত্রিকার জানুয়ারি ১৯৪২ সংখ্যায়। অন্য দু’টি নভেলেট এই সংকলনেই প্রথম প্রকাশিত হয়।

বিষয়বস্তু সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা