টেমপ্লেট আলোচনা:ভুল বানান

সাম্প্রতিক মন্তব্য: Goutam কর্তৃক ১১ বছর পূর্বে

এই টেমপ্লেট যে যে পৃষ্ঠায় আছে, সেই আর্টিক্যালগুলোর তালিকা কোথায় পাওয়া যাবে? তাহলে একটা একটা করে বানান ভুল বেশি থাকা ভুক্তিগুলো ঠিক করে দেয়া যেত। গৌতম (আলাপ) ২০:৩২, ২ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনার আগ্রহের জন্যে। এ টেমপ্লেটটির কার্যকারিতা এখনো শুরু হয়নি অর্থাৎ কোন নিবন্ধে ট্যাগ সাঁটানো হয়নি। সচরাচর যে কোন নিবন্ধের বামদিকে [সংযোগকারী পৃষ্ঠাসমূহ] অংশে ক্লিক করার মাধ্যমে আপনি এ সমস্যার সমাধান পেতে পারেন। তবে, যে-কোন নিবন্ধেই ঝাঁপিয়ে পড়তে পারেন (উদাহরণ: এশিয়া কাপ); দেখবেন অনেক অনেক বানান ভুল রয়েছে তাতে। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৭:৪৫, ৩ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ সুব্রতদা। আমি চেষ্টা করছি বাংলা বানান নিয়ে খুবই ভালো জানেন এমন কয়েকজনকে উইকিতে আনার। তাদেরকে অনুরোধ করেছি , এটাও বলেছি প্রয়োজনে তাদের ভুক্তি লেখা বা আর কোনো কাজ করার দরকার নেই (যেহেতু তারা ব্যস্ত), কিন্তু নিয়মিত ভিত্তিতে তারা যেন বানানগুলো দেখে দেন। এই ট্যাগটা সাঁটানো থাকলে তাদের পক্ষে সুবিধে হতো। তারপরও সমস্যা নেই, আপনার প্রদর্শিত উপায়ে তাদেরকে কাজ করার অনুরোধ জানাবো। আর সমস্যা না থাকলে টেমপ্লেটটি বানিয়ে ফেলেন। ধন্যবাদ। - গৌতম (আলাপ) ১৮:২৬, ৩ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
গৌতমদা, টেমপ্লেট তৈরির সময়ই সুযোগটা রেখেছিলাম, কিন্তু নিবন্ধ কম ছিল বলে বিষয়শ্রেণী তৈরি করিনি। এখন থেকে এই টেমপ্লেট-ট্যাগ সাঁটা নিবন্ধগুলো বিষয়শ্রেণী:নিবন্ধ যার যথেষ্ট বানানভ্রান্তি রয়েছে-তে পাওয়া যাবে। আপনার উদ্যোগের জন্য সাধুবাদ। বিন্দু বিন্দু জল দিয়েই এগিয়েছে উইকিপিডিয়া। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৮, ৪ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ মঈনুল ভাই। একজন কথা দিয়েছেন তিনি সপ্তাহের কিছুটা সময় এই বানান ঠিক করার পেছনে সময় দিবেন। আরও কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি সফলকাম হই কিনা! আর আমি নিজেও চেষ্টা করবো বানান ঠিক করার ব্যাপারে। গৌতম (আলাপ) ১২:৩৮, ৫ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"ভুল বানান" পাতায় ফেরত যান।