টেমপ্লেট আলোচনা:ফেডোরা লিনাক্স সময়রেখা

টেমপ্লেটির তথ্য উন্নীতকরন সম্পাদনা

টেমপ্লেটটির তথ্য উন্নীত করতে ৩৫ নম্বর সারির নিচ থেকে কাজ করুন। উদাহরণস্বরূপঃ ফেডোরা ৩৪ -এর তথ্য প্রবেশ করাতে

bar:34
color:Development from:27/02/2021 till:27/04/2021
color:Support from:27/04/2021 till:17/05/2022 text:"34"

উক্ত তিনটি লাইন ৩৫ নম্বর সারির নিচে যোগ করুন। সর্বশেষ সমর্থন সমাপ্তি তারিখ যদি জানা না থাকে তাহলে $now উদাহরণস্বরূপঃ Support from:Date till:$now ব্যবহার করবেন। আর অবশ্যই ১০ নম্বর সারিতে Define $now = -এর তারিখ পরিবর্তন করে সর্বশেষ Support from:Date till:Date এর তারিখ হতে ১ বছর বাড়িয়ে দিবেন। এরপরও কোন সমস্যার সম্মুখীন হলে আলাপ পেজে যোগাযোগ করতে পারেন।

বাংলা ভাষা প্রদর্শনে সমস্যা সম্পাদনা

এই টেমপ্লেটটি "Easy Timeline" মাধ্যমে তৈরি করা হয়েছে। "Easy Timeline", FreeSans.ttf ফন্ট ব্যবহার করে যার ইউনিকোড সীমাবদ্ধতা আছে। যার ফলে যুক্তাক্ষর এবং অভ্র বা ইউনিকোড লেখনীতে সমস্যা হয়।[১] FreeSans ফন্টে বাংলা সমর্থ হলেও এতে কার চিহ্ন ব্যবহারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেমন, ফেডোরা শব্দটি লেখার জন্য "েফেডারা" -এই শব্দবিন্যাস অনুসরণ করতে হবে। ভাঙ্গা অক্ষর ঠিক করার জন্য আমাদের পরবর্তী Easy Timeline সংস্করণ অথবা এই সময়রেখা নতুনভাবে অন্য বিকল্পকিছু দিয়ে তৈরি করতে হবে। এই টেম্পলেট https://en.wikipedia.org/wiki/Template:Timeline_Fedora_Linux এইখান থেকে সংগ্রহ করা।

- রিয়াদুল ইসলাম মল্লিক

  1. "Help:EasyTimeline syntax"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-২৪। 
"ফেডোরা লিনাক্স সময়রেখা" পাতায় ফেরত যান।