টেমপ্লেট:বাংলায় সম্পাদনা সারাংশ দিন

বাংলায় সারাংশ লিখুন সম্পাদনা

প্রিয় বাংলায় সম্পাদনা সারাংশ দিন, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিপিডিয়ায় কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবদানের পাতায় দেখতে পাচ্ছি যে আপনি নিবন্ধে লেখার পর সংরক্ষণের পূর্বে সম্পাদনা সারাংশ ইংরেজিতে দিচ্ছেন। লক্ষ্য করুন, এটি বাংলা উইকিপিডিয়া তাই এখানে দুই একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে লেখকগণ সম্পাদনা সারাংশ বাংলাতে দিবেন এটাই আশা করা হয়। সম্পাদনা সারাংশ বাংলায় দিতে সহজ করতে আপনি আপনার পছন্দে কিছু গ্যাজেটও সক্রিয় করতে পারেন। তাছাড়া একটি গ্যাজেট ডিফল্টরূপে সক্রিয় করা আছে যা সারাংশ বাক্সের নীচে নীল রঙে লেখা দেখায়, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। যেভাবেই হোক দু-একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে সারাংশ সবসময় বাংলাতে দিতে আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। ~~

টেমপ্লেট নথি

কোন ব্যবহারকারী যদি বার বার সম্পাদনা সারাংশ ইংরেজিতে দেন (যেমন: ৫০টি সম্পাদনার মধ্যে ২০-৩০টি) তাহলে এই টেমপ্লেট ব্যবহার করতে হবে।

ব্যবহার

{{subst:বাংলায় সম্পাদনা সারাংশ দিন}} (কোন স্বাক্ষর বা অনুচ্ছেদের শিরোনাম যোগ করা প্রয়োজন নেই। এই টেমপ্লেট আপনার হয়ে স্বাক্ষর ও অনুচ্ছেদের শিরোনাম যোগ করে দিবে)

বিঃদ্রঃ এই বার্তাটি কোন ক্রমেই কোন বিদেশী উইকিপিডিয়ানকে দেয়া যাবে না।