টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৬ জানুয়ারি ২০১৭


পূর্ণাঙ্গছবি একধরণের যৌগিক ছবি তৈরির প্রক্রিয়া, যা একাধিক আলোকচিত্র সংযোজনের মাধ্যমে তৈরি করা হয়। এখানে একটি বাস্তব ল্যান্ডস্পেকের আবহ তুলে ধরতে ১৬টি ভিন্ন আলোকচিত্র ডিজিটালরূপে ফটোশপের কারসাজি করে সাজানো হয়েছে। ছবিটি তৈরি করেছেন এমএমএক্সএক্স। যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।