টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২ আগস্ট ২০১৭


সিঁদুর (বা সিন্দূর), একপ্রকার রঞ্জক পদার্থ যা সাধারণত মেয়েদের সিঁথিতে একপ্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টীকা বা কপালে টিপের আকারে ব্যবহৃত হয়। হিন্দুধর্মে সিঁদুর বিবাহিত নারীর প্রতীক- অবিবাহিতরা সিঁথিতে সিঁদুর পরে না, কপালে সিঁদুরের টিপ পরে। ছবিটি তুলেছেন মাসুম-আল-হাসান। যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।