টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২৬ মে ২০২১


১৮৯৯ সালের ডিসেম্বর মাসে, উদ্ভাবক নিকোলা টেসলা তার কলোরাডো স্প্রিংসের গবেষণাগারে তার বিশালাকার উচ্চ ভোল্টেজ জেনারেটর "ম্যগনিফাইং ট্রান্সমিটার" এর পাশে বসে পড়ার সময় যন্ত্রটি বিদ্যুতের বিশাল ঝলক উৎপন্ন করছে। এই ছবিটি আসলে চিত্রগ্রাহক ডিকেনসন ভি. অ্যালির একটি প্রচারণামূলক স্টান্ট ছিল।