টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২২ জুন ২০২৪


এটি রানী কি বাভের প্রাচীরে খোদাই করা পরশুরামের একটি অস্বাভাবিক চার-বাহুযুক্ত ভাস্কর্য। তিনি তার চার হাতের একটিতে তীর, একটিতে তলোয়ার, একটিতে ঢাল এবং একটিতে ঢিলেঢালা ধনুক ধরে আছে। এই বাওড়িটি ভারতের গুজরাটের পাটান শহরে অবস্থিত। ১০ বছর আগে আজকের এই দিনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এটি যুক্ত হয়েছিল।