টুমরো (২০১৯ এর চলচ্চিত্র)

বাংলাদেশি অ্যানিমেটেড শর্ট ফিল্ম

টুমরো (অর্থ: আগামী দিন) ২০১৯ সালের কম্পিউটার অ্যানিমেটেড বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র; এটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন[]। ২০১৯ এ দীপ্ত টিভিতে এটি মুক্তি পায়[]। কাজী মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে ছবিটি প্রযোজনা করেছেন কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসান; ছবিটি নির্মানের জন্য অ্যানিমেশন ও প্রডাকশন সার্ভিস দিয়েছে সাইকোর স্টুডিওস[]। শিশু-কিশোরদের জলবায়ু পরিবির্তন সম্পর্কে সচেতন করে তোলাই ছবিটির মুখ্য উদ্দেশ্য[]

টুমরো
টিভি প্রিমিয়ারের জন্য পোস্টার
পরিচালকমোহাম্মদ শিহাব উদ্দিন
প্রযোজককাজী জাহান হাসান
কাজী জিসান হাসান
চিত্রনাট্যকার
  • আহমেদ খান হীরক
  • নাসিমুল হাসান
কাহিনিকারকাজী জাহান হাসান


কাজী জিসান হাসান
উৎসআ ক্রিসমাস ক্যারল - চার্লস ডিকেন্স
শ্রেষ্ঠাংশে
  • দীপক কুমার গোস্বামী
  • ঈশান আবদুল্লাহ
  • মোহাম্মদ মোরশেদ সিদ্দিক
  • রাজু আহমেদ
  • টম ফ্রিম্যান
  • সজীব রায়
  • রফিকুল ইসলাম
  • শফিকুল ইসলাম
  • আলবিনো জর্জ পাইক
চিত্রগ্রাহকআদনান আল সাজ্জাদ
মোহাম্মদ শিহাব উদ্দিন
সম্পাদকমোহাম্মদ শিহাব উদ্দিন
প্রযোজনা
কোম্পানি
কাজী মিডিয়া লিমিটেড
সাইকোর স্টুডিওস (অ্যানিমেশন সার্ভিসেস)
পরিবেশকদীপ্ত টিভি
মুক্তি
  • ২৯ নভেম্বর ২০১৯ (2019-11-29)
স্থিতিকাল২৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৳ ১ কোটি

কাহিনী

সম্পাদনা

বাংলাদেশি বালক রাতুল, পরিবেশের ব্যাপারে সে একদম উদাসীন। একরাতে তাকে দেখা দেয় পরিবেশের রক্ষাকর্তা বাতাস বুড়ো। বাতাস বুড়োর জাদুর ক্ষমতার মাধ্যমে সে দেখতে পায় মানুষের কর্মকান্ডের ফলে পরিবেশে সৃষ্ট অপূরণীয় ক্ষতি এবং এর পরিণতি কতোটা নির্মম হতে পারে। বাতাস বুড়ো তাকে দেখায় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ বাংলাদেশ। এসব দেখে রাতুলের চিন্তাজগতে পরিবর্তন আসে, সে পরিবেশ সচেতন হয়ে উঠে। সে ও তার সহপাঠীরা মিলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার প্রচলনের মাধ্যমে বিশ্বকে দূষণমুক্ত প্রয়াসে এগিয়ে আসে।

ছবিটিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কুফল ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে গভীর বার্তা দেওয়া হয়েছে।

কলাকুশলী

সম্পাদনা
  • বাতাস বুড়ো হিসেবে দীপক কুমার গোস্বামী

বাতাস বুড়ো চরিত্রটি প্রখ্যাত লেখক চার্লস ডিকেন্স রচিত আ ক্রিসমাস ক্যারলের ভূতের চরিত্রের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে।

  • বালক রাতুল হিসেবে ঈশান আবদুল্লাহ
  • তরুণ রাতুল হিসেবে মোহাম্মদ মোরশেদ সিদ্দিক
  • রাতুলের বাবা হিসেবে রাজু আহমেদ
  • বিদেশি সাংবাদিক হিসেবে টম ফ্রিম্যান
  • সজীব রায় - গ্রামবাসী (১)
  • রফিকুল ইসলাম - গ্রামবাসী (২)
  • শফিকুল ইসলাম - গ্রামবাসী (৩)
  • আলবিনো জর্জ পাইক - গ্রামবাসী (৪)

(নেপথ্য কন্ঠ: মোহাম্মদ বারী)

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি প্রথমে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে ২৯ ডিসেম্বর, ২০১৯ এ মুক্তি পায় [][]। এর একমাস পর ইউটিউবে অফিশিয়ালি অবমুক্ত করা হয়[]

দর্শক প্রতিক্রিয়া

সম্পাদনা

বেশিরভাগ দর্শক সমালোচক ছবিটিকে সাদরে গ্রহণ করেছেন এবং প্রশংসা করেছেন। থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডট অর্গ (350.org) এর প্রতিষ্ঠাতা বিল ম্যাককিবেন টুইট করে ছবিটির প্রতি মুগ্ধতা জানিয়েছেন[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "This Bangladeshi 3D animation film looks stunning! Watch the trailer for "Tomorrow" | HiFi Public"hifipublic.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৮। ২০২০-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  2. "3D animation film Tomorrow premieres on Deepto TV"ঢাকা ট্রিবিউন। ২০১৯-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  3. "আগামীকালের 'টুমরো'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  4. "জলবায়ু বিপর্যয় ঠেকাতে ছোট্ট রাতুলের উদ্যোগ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  5. "Animation film 'Tomorrow' premieres on Deepto TV - Art & Culture - observerbd.com"The Daily Observer। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  6. "Big budget animation movie 'Tomorrow' will air on Deepto TV"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  7. TOMORROW, an animated film about climate change (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২০-০১-১১ 
  8. McKibben, Bill (২০১৯-১২-২৯)। "Loosely inspired by Dickens, this Bangladeshi animated tale about climate change is wonderfully done. It never blinks at the horrors in store, but refuses to give up hope."@billmckibben (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১১