টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান

টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান বাংলাদেশী বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি কল্পবৈজ্ঞানিক রম্য কাহিনী। এটি ২০০৪ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর এর মোট ৬ বার মুদ্রণ হয়। বইটির প্রকাশক মিলন নাথ এবং এর স্বত্তধারক লেখকের স্ত্রী ড. ইয়াসমিন হক।[]

টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান
বইয়ের প্রচ্ছদ
লেখকমুহম্মদ জাফর ইকবাল
প্রচ্ছদ শিল্পীধ্রুব এষ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনবৈজ্ঞানিক কল্পকাহিনী
প্রকাশকঅনুপম প্রকাশনী
প্রকাশনার তারিখ
সেপ্টেম্বর ২০০৪
পৃষ্ঠাসংখ্যা৮০
আইএসবিএন ৯৮৪-৭০১৫২-০০৮১-৭ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

টুকি এবং ঝা দুজন চোর। যেই সেই চোর নয় চোরদের বিশেষ কলেজ থেকে পাশ করা ডিপ্লোমাধারী পেশাদার চোর। তাদের চালচলন বা চরিত্রের কোনো মিল নেই। পুলিশ সবসময়ই তাদের হন্য হয়ে খোজে কিন্তু তারা সর্বদা পুলিশ থেকে একপদ এগিয়ে থাকে। গল্পের শুরুতেই তারা ভুল করে একটা মহাকাশযানে ঢুকে পরে এবং শুরু হয় তাদের রোমাঞ্চকর মজার দুঃসাহিক অভিযান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ISBN - 984-70152-0081-7