টিয়ানোপ্রোন অবসোলেটা

পাখির প্রজাতি

পেল ক্রেগ মার্টিন, দ্বিপদ নাম টিয়ানোপ্রোন অবসোলেটা, সোয়ালো পরিবারভুক্ত ছোট আকারের প্যাসারিন পাখি। এদের আবাস হচ্ছে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার পূর্ব থেকে পাকিস্তান পর্যন্ত। এরা পর্বত এলাকায় বাস করলেও পাথুরে নিম্নভূমিতে এবং শহরাঞ্চলেও এদের দেখতে পাওয়া যায়। এরা পানি থেকে অনেক দূরে থাকে।

টিয়ানোপ্রোন অবসোলেটা
A square-tailed pale brown swallow in flight, viewed from below
Drawing by Richard Bowdler Sharpe
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Hirundinidae
গণ: Ptyonoprogne
প্রজাতি: P. obsoleta
দ্বিপদী নাম
Ptyonoprogne obsoleta
(Cabanis, 1850)
Map showing the breeding areas in Africa and the Middle East
      Approximate range

শ্রেণীবিন্যাস

সম্পাদনা

১৮৫০ সালে জার্মান পক্ষীবিদ ইয়ান ক্যাবানিস ক্রেগ মার্টিনকে সর্ব প্রথম বর্ণনা কপ্রেন কোটাইল অবসোলেটা নামে। মিশরের কায়রোর সন্নিকট থেকে সংগৃহীত নমুনা তিনি ব্যবহার করেন। একই বছরে জার্মান পক্ষীবিদ হেইনরিখ গুস্তাভ রেইখবেখ তার সৃষ্টিকরা টিয়ানোপ্রোন গণে এদেরকে স্থানান্তরিত করেন। গণ নাম এসেছে গ্রীক ptuon (φτυον), এবং Procne (Πρόκνη) থেকে। অবসোলেটা এসেছে লাতিন থেকে।

বর্ণনা

সম্পাদনা

আবাস্থল

সম্পাদনা

পেল ক্রেগ মার্টিন উপযুক্ত পরিবেশে আফ্রিকার উত্তরাংশ থেকে মধ্য প্রাচ্য হয়ে আফগানিস্তান এবং পাকিস্তান পর্যন্ত বাস করে। জনচলাচলহীন স্থানে এরা দলবেঁধে বাস করে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহি:সংযোগ

সম্পাদনা