টিকটিকি বলতে সাপ (ও কিছুক্ষেত্রে অ্যাম্ফিসবিনিয়া) ব্যতীত সমস্ত স্কোয়ামেট সরীসৃপদের বোঝায়, যার অধীনে ৭,০০০-এর বেশি প্রজাতি রয়েছে।[] অ্যান্টার্কটিকা ও বেশিরভাগ সামুদ্রিক দ্বীপপুঞ্জ বাদে সমস্ত মহাদেশে টিকটিকির প্রজাতি রয়েছে। টিকটিকি গোষ্ঠীটি প্যারাফাইলেটিক, কারণ টিকটিকির কিছু প্রজাতি অন্যান্য প্রজাতিদের তুলনায় সাপের সাথে আরও নিবড়ভাবে সম্বন্ধিত। টিকটিকির আকার কয়েক সেন্টিমিটারের গিরগিটিগেকো থেকে ৩ মিটার দীর্ঘ কোমোদো ড্রাগন পর্যন্ত হতে পারে।

টিকটিকি
উত্তর-পশ্চিম থেকে ঘড়ির কাঁটার অভিমুখে: অবগুণ্ঠিত গিরগিটি (Chamaeleo calyptratus), রক মনিটর (Varanus albigularis), নীল জিভওয়ালা স্কিংক (Tiliqua scincoides), ইতালীয় দেওয়াল টিকটিকি (Podarcis sicula), বৃহৎ পাতার লেজওয়ালা গেকো (Uroplatus fimbriatus) ও পা-বিহীন টিকটিকি (Anelytropsis papillosus)
উত্তর-পশ্চিম থেকে ঘড়ির কাঁটার অভিমুখে: অবগুণ্ঠিত গিরগিটি (Chamaeleo calyptratus), রক মনিটর (Varanus albigularis), নীল জিভওয়ালা স্কিংক (Tiliqua scincoides), ইতালীয় দেওয়াল টিকটিকি (Podarcis sicula), বৃহৎ পাতার লেজওয়ালা গেকো (Uroplatus fimbriatus) ও পা-বিহীন টিকটিকি (Anelytropsis papillosus)
Scientific classificationEdit this classification
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা (Chordata)
শ্রেণি: রেপটিলিয়া (Reptilia)
মহাবর্গ: Lepidosauria
বর্গ: স্কোয়ামাটা (Squamata)
Groups included
Anguimorpha
Dibamidae
Gekkota
Iguanomorpha
Lacertoidea
Scincomorpha
সমস্ত প্রজাতির টিকটিকির বিস্তৃতি
সমস্ত প্রজাতির টিকটিকির বিস্তৃতি
টিকটিকি বলে বিবেচিত নয় এমন স্কোয়ামেট
সাপ (Serpentes)
Amphisbaenia (কদাচিৎ)
Mosasauroidea
Synonyms

Sauria ম্যাককার্টনি, ১৮০২

বেশিরভাগ টিকটিকি চতুর্পদী আর তারা পাশাপাশি গতিতে গমন করে। কিছু বংশের ক্ষেত্রে (যেমন পা-বিহীন টিকটিকি) তাদের পা গৌণভাবে বিলুপ্ত হয়েছে, আর তাদের দেহ সাপের মতো। কিছু টিকটিকি আবার গ্লাইড করতে পারে, যেমন বনবাসী ড্রেকো (Draco)। তারা খুবই টেরিটরিয়াল হয়, পুরুষরা অন্যান্য পুরুষদের বিরুদ্ধে লড়ে এবং পুরুষদের আকর্ষিত করার জন্য ও শত্রুদের ভয় দেখানোর জন্য অনেকসময় উজ্জ্বল রং দিয়ে সংকেত প্রেরণ করে। টিকটিকিগুলো মূলত মাংসাশী আর তারা প্রায়ই অতর্কিত শিকারি হয়। টিকটিকির অনেক ক্ষুদ্র প্রজাতিগুলি কীটপতঙ্গ খায় আর কোমোদো ড্রাগন মোষের মতো বড় স্তন্যপায়ীদের ভক্ষণ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Reptile Database"Reptile-database.reptarium.cz। ২০২২-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৩  Retrieved on 2022-06-13

সাধারণ উৎস

সম্পাদনা

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা