টাই খাময়াঙ জনগোষ্ঠী

টাই খাময়াঙ জনগোষ্ঠী বা চিয়াম (থাই ভাষা:ชาวไทคำยาง, চাও টাই খাম য়াং) , হল আসামত বসবাস করা উত্তর পূর্ব ভারতের টাই জাতির একটি গোষ্ঠী। এরা আসামের তিনসুকিয়া, যোরহাট, শিবসাগর এবং গোলাঘাট জেলা এবং অরুণাচল প্রদেশে পাওয়া যায়। তাঁদের মধ্যে প্রায় সাত হাজার জনসংখ্যা আছে তার একটি অতি অল্প অংশই এই টাই খাময়াং ভাষা বলে এবং অধিকতম জনসংখ্যাই অসমীয়া ভাষা প্রয়োগ করেন। খাময়াংরা থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করেন।


তথ্যসূত্র সম্পাদনা