টম আর্নল্ড (রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার টমাস রিচার্ড আর্নল্ড (২৫ জানুয়ারী ১৯৪৭ - ১৪ নভেম্বর ২০২৩) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি ১৯৭৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হ্যাজেল গ্রোভের সংসদ সদস্য (এমপি) ছিলেন।

টমাস রিচার্ড আর্নল্ড লন্ডনে ২৫ জানুয়ারী ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন, [১] তার পিতামাতা টমাস চার্লস আর্নল্ড, একজন নাট্য প্রযোজক এবং হেলেন আর্নল্ড। তরুণ টম আর্নল্ড বেডালেস স্কুল, ইনস্টিটিউট লে রোসি এবং পেমব্রোক কলেজ, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন।[২]

আর্নল্ড ১৪ নভেম্বর ২০২৩ তারিখে ৭৬ বছর বয়সে মারা যান।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ian Herbert, ed. (1981). "ARNOLD, Tom". Who's Who in the Theatre. 1. Gale Research Companyo. p. 23. ISSN 0083-9833
  2. Who's Who in the Theatre 
  3. "Sir Tom Arnold" The Times। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা