টমাস অগাস্টাস ওয়াটসন

টমাস অগাস্টাস ওয়াটসন (ইংরেজি: Thomas Augustus Watson) (১৮ জানুয়ারি, ১৮৫৪ - ১৩ ডিসেম্বর, ১৯৩৪) ছিলেন একজন আমেরিকান যিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহায়ক ছিলেন এবং ১৮৭৬ সালের টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত। তিনি অতি পরিচিত কারণ তাঁর নাম টেলিফোনের প্রথম শব্দ হিসেবে উচ্চারিত করা হয়। গ্রাহাম বেলের গবেষণাগারের নোট বই অনুসারে, গ্রাহাম বেল তাঁর নতুন আবিষ্কার দিয়ে প্রথম শব্দ বলেছিলেন, "মিস্টার ওয়াটসন, এদিকে আসুন - আপনাকে আমি দেখতে চাই"।[১]

টমাস অগাস্টাস ওয়াটসন

পাদটীকা সম্পাদনা

  1. Bruce, Robert V., Alexander Graham Bell and the Conquest of Solitude, Boston: Little, Brown, পৃষ্ঠা 181, আইএসবিএন 0316112518 .

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা