টনকুইন উপত্যকা কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানের একটি উপত্যকা। ভৌগোলিকভাবে আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সীমানার পাশে, উত্তর আমেরিকার ভূতাত্ত্বিক মহাদেশীয় বিভাজন অঞ্চলে দক্ষিণ জেসপার পর্বতশ্রেণী (র‍্যামপার্টস উপ-পর্বতশ্রেণী এটির অন্তর্গত) পাশে এটির অবস্থান। এই উপত্যকার ও র‍্যামপার্টসের পাদদেশে এমেথিস্ট হ্রদ আছে। ১৮১১ সালে ক্লেয়োকোট সাউন্ডে ধ্বংস হওয়া প্যাসিফিক ফার কোম্পানির জাহাজ টনকুইনের নামে উপত্যকার নামকরণ করা হয়েছিল।[১]

ওল্ডহর্ন পর্বতের চূড়া থেকে র‍্যামপার্টস পর্বতশ্রেণী এবং এমেথিস্ট হ্রদ

ভূ-প্রকৃতি সম্পাদনা

এই উপত্যকা হতে মোয়াট হ্রদের প্রবাহ টনকুইন ক্রিক দিয়ে ব্রিটিশ কলাম্বিয়ার মাউন্ট রবসন প্রাদেশিক উদ্যানের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয় এবং ফ্রেজার নদীতে পরে। উপত্যকার পূর্ব-দক্ষিণ পাশে অ্যাস্টোরিয়া নদী প্রবাহিত আথাবাস্কা নদীতে পতিত হয়েছে। টনকুইন উপত্যকা হতে ১,০০০ মিটার (৩,৩০০ ফুট) নীচে এমেথিস্ট হ্রদ র‍্যামপার্টসের প্রাক-ক্যামব্রিয়ান কোয়ার্টজাইটের প্রাচীরের নীচে অবস্থিত। টনকুইন গিরিপথ এই হ্রদ ও উপত্যাকার সংযোগ করেছে।[১]

 
টনকুইন উপত্যকার হতে র‍্যামপার্টসের প্রাচীরে সূর্যোদয় এবং মেঘের ছায়া

বন্যপ্রাণী সম্পাদনা

টনকুইন উপত্যকা রকি পর্বত বন্যপ্রানীর জন্য একটি ঘনস্থান। গ্রীষ্মে এখানে গ্রিজলি বিয়ার, কুগার এবং এলকের পাশাপাশি পর্বত ক্যারিবু বিচরণ করে। উপত্যকার পাদদেশের এমেথিস্ট ও ক্রোম হ্রদে রেইনবো ট্রাউট এবং ব্রুক ট্রাউটের সবচেয়ে বেশি থাকা মৎস্য প্রজাতি।[২]

বিনোদন সম্পাদনা

উপত্যকার মধ্যে রয়েছে মনোরম এমেথিস্ট এবং মোয়াট হ্রদ। এটি ব্যাক-কান্ট্রি হাইকার, স্কি ও ঘোড়ার পিঠে ভ্রমণের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এমেথিস্ট হ্রদের তীরে দুটি আউটফিটার ক্যাম্প আছে; এছাড়াও কানাডার আলপাইন ক্লাবের তত্তাবধায়নে বেশকয়েকটি ক্যাম্প দর্শনার্থী ও পর্বতারোহীদের জন্য খোলা থাকে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Patton, Brian; Robinson, Bart (২০০৭)। Canadian Rockies Trail Guide (8th সংস্করণ)। Summerthought Publishing। পৃষ্ঠা 194–195। আইএসবিএন 0-9782375-0-1। ৮ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. Parks Canada Agency, Government of Canada (২০২৩-০১-৩১)। "Tonquin Valley Trail"parks.canada.ca। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০