টঙ্ক, ভারত
মানববসতি
টঙ্ক ভারতের রাজস্থান রাজ্যের একটি শহর। এটি টঙ্ক জেলার প্রশাসনিক সদরদপ্তর। টঙ্ক ১৮১৭ থেকে ১৮৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে প্রখ্যাত রাজকীয় রাজ্যের রাজধানী ছিল।
টঙ্ক टोंक | |
---|---|
শহর | |
রাজস্থান, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১০′ উত্তর ৭৫°৪৭′ পূর্ব / ২৬.১৭° উত্তর ৭৫.৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
জেলা | টঙ্ক |
সরকার | |
• ধরন | নগর পরিষদ |
• শাসক | টঙ্ক নগর পরিষদ |
উচ্চতা | ২৮৯ মিটার (৯৪৮ ফুট) |
জনসংখ্যা (2001) | |
• মোট | ১,৩৫,৬৬৩ |
ভাষা | |
• অফিসিয়াল | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের ভারতীয় জনসংখ্যা অনুযায়ী, টঙ্কের জনসংখ্যা ১৬৫,৩৬৩ জন, ৪৮% মহিলা। ১৪% হল ছয় বছরের কম বয়সী। টঙ্কের সাক্ষরতার হার ৬৯.৪৭%, পুরুষদের মধ্যে যার হার ৭৮.৭% এবং নারীদের মধ্যে যার হার ৫৯.৮৫%।
ইতিহাস
সম্পাদনারাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব মুহম্মদ আমির খান (১৭৬৯-১৮৩৪), যিনি ছিলেন আফগানিস্তানের পশতুন বংশদ্ভুত একজন অভিযাত্রী ও সামরিক নেতা।