টঙ্ক, ভারত

মানববসতি

টঙ্ক ভারতের রাজস্থান রাজ্যের একটি শহর। এটি টঙ্ক জেলার প্রশাসনিক সদরদপ্তর। টঙ্ক ১৮১৭ থেকে ১৮৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে প্রখ্যাত রাজকীয় রাজ্যের রাজধানী ছিল।

টঙ্ক
टोंक
শহর
টঙ্ক রাজস্থান-এ অবস্থিত
টঙ্ক
টঙ্ক
রাজস্থান, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°১০′ উত্তর ৭৫°৪৭′ পূর্ব / ২৬.১৭° উত্তর ৭৫.৭৮° পূর্ব / 26.17; 75.78
দেশ ভারত
রাজ্যরাজস্থান
জেলাটঙ্ক
সরকার
 • ধরননগর পরিষদ
 • শাসকটঙ্ক নগর পরিষদ
উচ্চতা২৮৯ মিটার (৯৪৮ ফুট)
জনসংখ্যা (2001)
 • মোট১,৩৫,৬৬৩
ভাষা
 • অফিসিয়ালহিন্দি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের ভারতীয় জনসংখ্যা অনুযায়ী, টঙ্কের জনসংখ্যা ১৬৫,৩৬৩ জন, ৪৮% মহিলা। ১৪% হল ছয় বছরের কম বয়সী। টঙ্কের সাক্ষরতার হার ৬৯.৪৭%, পুরুষদের মধ্যে যার হার ৭৮.৭% এবং নারীদের মধ্যে যার হার ৫৯.৮৫%।

ইতিহাস

সম্পাদনা

রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব মুহম্মদ আমির খান (১৭৬৯-১৮৩৪), যিনি ছিলেন আফগানিস্তানের পশতুন বংশদ্ভুত একজন অভিযাত্রী ও সামরিক নেতা।

তথ্যসূত্র 

সম্পাদনা