ঝিঝিয়া ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলের একটি সাংস্কৃতিক নৃত্য। [১] জয়ের দেবী দুর্গা ভৈরবীকে উৎসর্গ করে দশেরার সময় এই ঝিঝিয়া নৃত্য বেশিরভাগই পরিবেশন করা হয়। [২] ঝিঝিয়া নৃত্য করার সময়, মহিলারা তাদের মাথায় মাটির তৈরি লণ্ঠন রাখে এবং তারা নাচের সময় এর ভারসাম্য বজায় রাখে। [৩]

ঝিঝিয়া
স্থানীয় নামঝিঝিয়া
উৎসভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চল

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nishi Sinha (১৯৯৯)। Tourism Perspective in Bihar। APH। পৃষ্ঠা 39। আইএসবিএন 9788170249757 
  2. Punam Kumari (১৯৯৯)। Social and cultural life of the Nepalese। Mohit Publications। আইএসবিএন 978-81-7445-092-0। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩ 
  3. Nishi Sinha (১৯৯৯)। Tourism Perspective in Bihar। APH। পৃষ্ঠা 40। আইএসবিএন 9788170249757