ঝালকাঠি পৌরসভা

ঝালকাঠি জেলার একটি পৌরসভা

ঝালকাঠি পৌরসভা বাংলাদেশের ঝালকাঠি জেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৮৭৫ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়[২] ও এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম।[৩] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। [৪]

ঝালকাঠি পৌরসভা
স্থানীয় সরকার
ঝালকাঠি পৌরসভা লোগো
ইতিহাস
শুরু১৮৭৫ (1875)
নতুন অধিবেশন শুরু১৭ এপ্রিল ২০১৬ (2016-04-17)
নেতৃত্ব
মেয়র
লিয়াকত আলী তালুকদার[১], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২০ মার্চ ২০১৬ (2016-03-20)
সভাস্থল
ঝালকাঠি পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [৩][৫][৬] প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ১.১২ বর্গ মাইল (২.৯০ বর্গ কিলোমিটার)। ৯ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত। [৭]

প্রশাসনিক অবকাঠামো সম্পাদনা

ঝালকাঠি পৌরসভার আয়তন ১৬.০৮ বর্গ কিলোমিটার। [৮] ৯ টি ওয়ার্ড ও ৪৭ টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ঝালকাঠি সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৬নং নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি পৌরসভার মোট জনসংখ্যা ৫৪,০২৯ জন। এর মধ্যে পুরুষ ২৭,৫২৮ জন এবং মহিলা ২৬,৫০১ জন। মোট পরিবার ১২,৩৯৯টি।[৯]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি পৌরসভার সাক্ষরতার হার ৭৭.৯%।[৯]

মেয়রগণের তালিকা সম্পাদনা

  • মোঃ আফজাল হোসেন, মেয়র (কার্যকাল ২৬ এপ্রিল ২০১১ - ১৬ এপ্রিল ২০১৬)
  • মোঃ লিয়াকত আলী তালুকদার, মেয়র (কার্যকাল ১৭ এপ্রিল ২০১৬ - বতর্মান )

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

উচ্চ শিক্ষার জন্য ঝালকাঠি পৌর এলাকায় ২টি সরকারি কলেজ রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসা রয়েছে। [৮] এ জেলার একমাত্র সরকারি কারিগরি প্রতিষ্ঠান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা সম্পাদনা

  • কীর্ত্তিপাশা জমিদার বাড়ী
  • বেশনাই মল্লিকের দিঘি
  • গাবখান সেতু
  • শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ী
  • মিয়া বাড়ি মসজিদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঝালকাঠি পৌরসভা - এক নজরে পৌরসভা"PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫  horizontal tab character in |শিরোনাম= at position 15 (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ঝালকাঠি পৌর এলাকার খাল পুনঃখননের কাজ প্রায় সম্পন্ন"The Daily Sangram। ২০১৭-০৫-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ঝালকাঠি পৌরসভা - এক নজরে পৌরসভা"PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫  horizontal tab character in |শিরোনাম= at position 15 (সাহায্য)
  4. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "ঝালকাঠি পৌরসভা সম্পর্কে তথ্য"PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫  horizontal tab character in |শিরোনাম= at position 15 (সাহায্য)
  6. "ঝালকাঠি জেলা"Local Government Engineering Department। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার Chapter 2 (পিডিএফ) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃষ্ঠা ৭২ – ১২১। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫ 
  8. "এক নজরে ঝালকাঠি পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫ 
  9. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা